আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৯:০২ পিএম
খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের মেয়েরা
চার দিনের মধ্যপ্রাচ্য সফরে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেন। এদিন তাকে আবুধাবির বিমানবন্দরে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী চুল খোলা খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানান।
মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, লম্বা চুলের অধিকারী তরুণীরা মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নৃত্য প্রদর্শন করেন।
এদিকে আরব দেশগুলো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ ও উদ্যোগে ব্যস্ত, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ওপর বর্বরতা আরও বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। ধারণা করা হয়েছিল ট্রাম্পের সফরের সময় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হবে। তবে তা এখনও হয়নি।
দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দেয়, তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে।
বুধবার প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছেন। কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। এতে করে নিমিষে ক্ষুধার্থ ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।
শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন। কিন্তু এখনো যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/এসআই