গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮৫ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় আড়াই শ। একইসঙ্গে খাদ্যাভাব ও অপুষ্টির কারণে আরও ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার পর্যন্ত সময়ে, যখন ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে আগ্রাসন জোরদার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানা গেছে।
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘অনাহার-সম্পর্কিত’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১০৭টি লাশ হাসপাতালে পৌঁছেছে এবং ২৪৭ জন আহত হয়েছেন। এ নিয়ে আহতের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে। মন্ত্রণালয় জানায়, অনেক লাশ ধ্বংসস্তূপ ও রাস্তার ধারে পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদেশি শিক্ষার্থীদেরও অন্যত্র চলে যেতে বলা হয়েছে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে পারে।মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, হার্ভার্ড বিদেশি শিক্ষার্থীদের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি সহিংসতা, ইহুদিবিদ্বেষ ছড়ায় ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে কাজ করে।ডিএসইচএস সচিব ক্রিস্টি নোয়েম বলেন, বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা মাত্র।হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে দাবি করেছে। তারা বলেছে, ১৪০টির বেশি দেশ থেকে আসা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাস ও জাতিকে সমৃদ্ধ করে। আমরা তাদের পাশে আছি। এই সিদ্ধান্তকে অনেকে ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখছেন। এর আগেও হার্ভার্ডকে ‘বামপন্থি’ বলে সমালোচনা করেছিলেন ট্রাম্প।গত মাসে ফেডারেল তহবিল বরাদ্দ নিয়েও সরকারের সঙ্গে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়টি। শর্তগুলোর মধ্যে ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন, বৈচিত্র্যবিষয়ক দপ্তর বন্ধ, এবং বিদেশি শিক্ষার্থীদের তথ্য অভিবাসন বিভাগকে দেওয়া। এই তহবিল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড আদালতে মামলা করেছে।ভোরের আকাশ/এসএইচ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় আড়াই শ। একইসঙ্গে খাদ্যাভাব ও অপুষ্টির কারণে আরও ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার পর্যন্ত সময়ে, যখন ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে আগ্রাসন জোরদার করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানা গেছে।অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘অনাহার-সম্পর্কিত’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ১০৭টি লাশ হাসপাতালে পৌঁছেছে এবং ২৪৭ জন আহত হয়েছেন। এ নিয়ে আহতের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে। মন্ত্রণালয় জানায়, অনেক লাশ ধ্বংসস্তূপ ও রাস্তার ধারে পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এ ছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।ভোরের আকাশ/এসএইচ
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় এই ঘটনা ঘটে ।কর্মকর্তাদের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, তিন থেকে চার জন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ নিরাপত্তা বাহিনী একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO) শুরু করে।বার্তা সংস্থা আইএএনএসকে একজন কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার জন্য এবং তারা যাতে পালাতে না পারে - সেজন্য ঘেরাও করা হয়েছিল। যৌথ বাহিনী কাছাকাছি আসার সাথে সাথে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়।এর ফলে সংঘর্ষ শুরু হয় এবং এখনও সংঘর্ষ চলছে। তিন থেকে চারজন জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী লুকিয়ে আছে বলে জানা গেছে।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স-পোস্টে এই অভিযানের নামকরণ করেছে 'অপ ত্রাশি' বা 'অপারেশন ত্রাশি'।তাদের এক্স-পোস্টে বলা হয়, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের নিরপেক্ষ করার জন্য অভিযান চলছে।ভোরের আকাশ/এসএইচ
জুলাই থেকে ওপেক+ জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বড় ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৩.৮৬ ডলারে, আর ডব্লিউটিআই তেলের দাম হয় ৬০.৫৯ ডলার। একদিনেই ১ ডলারের বেশি দরপতন ঘটে— যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পতন।বিশ্লেষকরা বলছেন, ওপেক+ জোট বাজারে শেয়ার ধরে রাখতে উৎপাদন বাড়াতে পারে— এমন ইঙ্গিতেই এই মূল্য পতন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত হ্রাসের বিপরীতে তেলের মজুদ বেড়ে যাওয়াও দাম কমার আরেক কারণ। বাজার পর্যবেক্ষকদের মতে, আগামী ১ জুনের ওপেক+ বৈঠকে যদি উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে চাহিদা না বাড়লে দরপতন আরও গভীর হতে পারে।বিশ্বজুড়ে তেলের বাজার বর্তমানে খুবই সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং নীতিগত ছোট পরিবর্তনও বড় প্রভাব ফেলছে দামে। সব নজর এখন গ্রীষ্মের আগেই ওপেকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। ভোরের আকাশ/হ.র