ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
গাড়ি চালানো নিয়ে মানুষের অভিজ্ঞতা ভিন্ন হয়। কেউ খুব দ্রুত স্টিয়ারিংয়ে অভ্যস্ত হয়ে যান, আবার কেউ অল্প দূরত্বের যাত্রাতেই নার্ভাস হয়ে পড়েন। নতুন লাইসেন্স পাওয়ার পর বা দীর্ঘদিন গাড়ি না চালালে কিছুটা ভয় লাগা স্বাভাবিক। তবে যত বেশি অভিজ্ঞতা হবে, ততই আত্মবিশ্বাস বাড়বে।
আপনার ড্রাইভিং দক্ষতা উন্নত করতে এবং রাস্তায় আরও আত্মবিশ্বাসী হতে ১৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ—
১. যাত্রাপথ ঠিক করে নিন
গন্তব্যে যাওয়ার আগে রুট ঠিক করুন। বিকল্প রাস্তা, ট্রাফিকের অবস্থা ও আবহাওয়ার খবর জেনে নিন।
২. গাড়ির সব কন্ট্রোল চিনে নিন
হেডলাইট, ফগ লাইট, হ্যাজার্ড সুইচ, এসি ও মিউজিক সিস্টেম—সব বোতাম কোথায় আছে জেনে রাখুন, যাতে প্রয়োজনে সময় নষ্ট না হয়।
৩. গাড়ির অবস্থা পরীক্ষা করুন
যাত্রার আগে কুল্যান্ট, ইঞ্জিন অয়েল, ব্রেক, ক্লাচ ও পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড দেখে নিন। গাড়ি রাস্তায় চলার উপযোগী কিনা নিশ্চিত করুন।
৪. সঠিক ড্রাইভিং পজিশন ঠিক করুন
আসন এমনভাবে ঠিক করুন যাতে পেডালে সহজে পা পৌঁছায় এবং স্টিয়ারিং ঘোরাতে স্বাচ্ছন্দ্য হয়। আয়নাগুলোও ঠিকভাবে সেট করুন।
৫. মনোযোগ ধরে রাখুন
গাড়ির ভেতরে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন, ফোন সাইলেন্ট করুন এবং ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন।
৬. চারপাশে নজর রাখুন
প্রতি কয়েক সেকেন্ড পরপর আয়নায় দেখুন, সামনে ও আশপাশ স্ক্যান করুন। রাস্তায় সম্ভাব্য ঝুঁকি আগে থেকে চিনে রাখুন।
৭. ধীরে-সতর্কভাবে চালান
গন্তব্যে নিরাপদে পৌঁছানোই আসল লক্ষ্য। দুই সেকেন্ড রুল মেনে গাড়ির দূরত্ব বজায় রাখুন।
৮. পর্যাপ্ত জায়গা রাখুন
গাড়ির সামনে, পেছনে ও পাশে নিরাপদ দূরত্ব রাখুন, যাতে হঠাৎ ব্রেক করতে হলে দুর্ঘটনা এড়ানো যায়।
৯. অন্যের চাপে পড়বেন না
পেছনে গাড়ি চাপ দিলেও গতি বাড়াতে বাধ্য হবেন না। শান্ত থাকুন, নিজের মতো চালান।
১০. নিয়মিত ব্যবহৃত রাস্তা চিনে নিন
অফিস বা নিয়মিত যাতায়াতের রাস্তা আগে থেকে ভালোভাবে জেনে নিন।
১১. শান্ত সময়ে নতুন রাস্তায় অনুশীলন করুন
খালি সময়ে অপরিচিত এলাকায় গাড়ি চালিয়ে অভিজ্ঞতা বাড়ান।
১২. দীর্ঘ যাত্রায় বিরতি নিন
প্রতি দুই ঘণ্টা অন্তর বিরতি নিন, শরীর ও মন সতেজ রাখুন।
১৩. সব ধরনের পরিস্থিতিতে চালানোর অভ্যাস করুন
রাত, বৃষ্টি, কুয়াশা বা ভিন্ন আবহাওয়ায় ড্রাইভিং অনুশীলন করুন।
১৪. সড়ক পরিবহন আইন জানুন
নিয়মিত ট্রাফিক আইন ও নিরাপত্তা বিধি সম্পর্কে ধারণা ঝালিয়ে নিন।
১৫. অ্যাডভান্সড ড্রাইভিং কোর্স করুন
প্রশিক্ষকের সহায়তায় উন্নত ড্রাইভিং কোর্স করলে দক্ষতা ও আত্মবিশ্বাস দুইই বাড়বে।
ভোরের আকাশ/তাকা