ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ০২:৪২ এএম
আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ সুযোগ পেলেন ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে। বুধবার অনুষ্ঠিত নিলামে প্রথমে অবিক্রীত থাকলেও পরে নতুনভাবে ডাক উঠলে দুজনকেই দলে টেনে নেয় ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজি।
ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস, যা মুকেশ আম্বানির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। এর ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অন্যদিকে, দ্বিগুণ অর্থাৎ ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর এটি হবে টাইগার পেসারের দ্বিতীয় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা।
এর আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে ওঠার আগেই সাইন করে রেখেছিল দুবাই ক্যাপিটালস। ফলে তিনজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন মরুর দেশে আয়োজিত এই টুর্নামেন্টে।
তবে নিলামে অবিক্রীত থেকে গেছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার ভিত্তিমূল্যের হলেও কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি।
ভোরের আকাশ//হ.র