সংগৃহীত ছবি
ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। মাত্র ২৩ রানে অলআউট করা আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলের এই রান তাড়া করতে নেমে কানাডা অনূর্ধ্ব–১৯ দল জিতে গেছে মাত্র ৫ বল খেলে—অর্থাৎ হাতে ছিল আরও ২৯৫ বল! একপ্রকার আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা।
ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে।
টসে জিতে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ২৩ রানে। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সাত ব্যাটসম্যান ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে ৭ রানই এসেছে ‘অতিরিক্ত’ থেকে। কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেন জগমানদীপ পাল—৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট।
যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আর্জেন্টিনার হয়নি। ২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা না থাকায় আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন হিসেবে গণ্য হবে না, আর কানাডার ৫ বলে জয়ও হবে না দ্রুততম রান তাড়ার রেকর্ড। বর্তমানে দ্রুততম রান তাড়ার রেকর্ডটি ৩.৫ ওভারে জেতা অস্ট্রেলিয়ার দখলে।
কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা হাঁকিয়ে একাই ম্যাচ শেষ করেন। অপর প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন ১ রানে।
এই জয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে কানাডা অনূর্ধ্ব–১৯ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯, এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই ম্যাচে দুই হারে তলানিতে আর্জেন্টিনা।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
হিদার নাইটের কাছেই হারতে হলো শেষমেশ। ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েও ইংল্যান্ডকে শেষমেশ আর হারানো গেল না। আফসোসে বাংলাদেশ পুড়ছে বৈকি! তবে তাদের এই আফসোস বাড়িয়ে দিচ্ছে ভারতীয় আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালানের দুটো সিদ্ধান্ত। দুটো সিদ্ধান্তই গেছে ইংলিশ ব্যাটার নাইটের পক্ষে, সেই তিনি ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংলিশদের জিতিয়েছেন শেষমেশ।শুরুতে ব্যাট করে সোবহানা মুস্তারির ৬০ রানের ইনিংস আর শেষ দিকে রাবেয়া খানের অপরাজিত ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছিল ১৭৮ রানের পুঁজি। জবাবে তার অর্ধেক রান তোলার আগেই যখন ইংল্যান্ডের অর্ধেক ইনিংস হাওয়া করে দিয়েছিলেন বোলাররা, তখন জয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের চোখেমুখে।সেখান থেকে হিদার নাইটের দারুণ সে ইনিংস ইংল্যান্ডকে রক্ষা করে, আর বাংলাদেশকে ভাসায় হতাশার সাগরে। একটুর জন্য যে একটা বিরাট অঘটন ঘটানোর, ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপে হারানোর সুযোগটা হাত ফসকে গেল!তবে আফসোসটা বাড়বে যখন মনে পড়বে এই হিদার নাইট রানের খাতা খোলার আগেই বিদায় নিতে পারতেন। ম্যাচের তখন তৃতীয় ওভার চলছে। মারুফা আক্তারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাইট। নিগার সুলতানা জ্যোতিসহ বাংলাদেশ দলের আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার। তবে নাইট সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে বসেন।এরপরই কাণ্ডটা করে বসেন ভারতীয় আম্পায়ার গায়ত্রি। কট বিহাইন্ডের আপিলের পর তিনি প্রথমে রিভিউ দেখতে বসেছিলেন এলবিডব্লিউর, সেখানে ইমপ্যাক্ট ছিল আউটসাইড অফ। তবে এ নিয়ে বিভ্রান্তিটা দূর হওয়ার একটু পরই নতুন নাটকের জন্ম দেন এই টিভি আম্পায়ার। বলটা প্রথমে প্যাডে লেগেছে। তবে এরপর তা লেগেছিল ব্যাটে, স্পাইকও দেখা যাচ্ছিল বল ব্যাটটা পেরিয়ে যাওয়ার সময়। এরপরও ভারতীয় এই আম্পায়ারের সেটা পর্যাপ্ত প্রমাণ মনে হয়নি।ক্রিকেটের নিয়মানুসারে, পর্যাপ্ত প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই টিকে যায়। কিন্তু এক্ষেত্রে প্রমাণ না পেয়ে গায়ত্রি আম্পায়ারের সিদ্ধান্ত বদলে নট আউটের সিদ্ধান্ত দেন নিয়মের তোয়াক্কা না করে। ধারাভাষ্য কক্ষে থাকা নাসের হুসেইনদের চোয়াল তখন ঝুলে পড়েছে বিস্ময়ে!তবে ওভার দশেক পর এই টিভি আম্পায়ার যা করেছেন, তাতে বিস্মিত হয়েছেন খোদ হিদার নাইট নিজে। কভারে স্বর্ণা খাতুনের হাতে ক্যাচ দিয়ে বের হয়ে যাচ্ছিলেন নাইট। এবারও স্বর্ণার হাতে থাকা বল মাটি ছুঁয়েছিল কি না, তার ‘পর্যাপ্ত প্রমাণের’ অভাবে ইংলিশ এই ব্যাটারকে ফিরিয়ে আনেন গায়ত্রি।ম্যাচ শেষেও বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। নাইট যা বলেছেন, তা আফসোস আরও বাড়িয়ে দিতে বাধ্য। বললেন, ‘আমার মনে হয়েছিল ওটা হাতে গেছে, সে কারণে আমি বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরে থার্ড আম্পায়ার অন্য সিদ্ধান্ত দিলেন!’শুধু কি তাই? এই সিদ্ধান্তগুলোর আগে পরে যখনই এই টিভি আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করা হয়েছে, তখনই প্রয়োজনের চেয়ে বেশি সময় নিয়েছেন।ফাহিমা খাতুনের হাতে তুলে দেওয়া এমা ল্যাম্বের পরিষ্কার ক্যাচ, যা খালি চোখেও দেখা যায় সেটাও অন্তত ২ মিনিট ধরে এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে দেখতে হয়েছে ‘পর্যাপ্ত প্রমাণ’ পেতে। তাতে বারবারই মনে হচ্ছিল, ভারতীয় এই আম্পায়ার যেন ভিন্ন এজেন্ডা নিয়েই নেমেছেন আজ!শেষমেশ তার দেওয়া সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংস আফসোসে ভাসিয়েছে বাংলাদেশকে।ভোরের আকাশ/মো.আ.
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি প্রথম দিনেই নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনা।বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। এখান থেকে যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেই সুযোগ আমরা দিতে চাই।”তিনি আরও জানিয়েছেন, এখনো বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ছোট ফরম্যাটের ক্রিকেট আয়োজনের ভাবনা রয়েছে। সূত্র অনুযায়ী, টুর্নামেন্টটি ১০ ওভারের ম্যাচে অনুষ্ঠিত হতে পারে এবং প্রধানত মাগরিবের সময় খেলা হবে।বিসিবির স্কুল ও কলেজ ক্রিকেট কার্যক্রম ইতিমধ্যেই চলছে। নতুন পরিকল্পনার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যেও ক্রিকেট বিস্তৃত করা হবে।এর আগে মঙ্গলবার বিসিবির বোর্ড সভায় ২৩টি কমিটির প্রধান নির্বাচন করা হয়েছে, যেখানে স্কুল ও যুব ক্রিকেট সম্প্রসারণ সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব আলোচনা করা হয়।ভোরের আকাশ//হ.র
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম কর্মদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়। এদিন বোর্ডের পরিচালকরা সভা করেন এবং বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম, যিনি পূর্ববর্তী বোর্ডেও একই দায়িত্ব পালন করেছিলেন। ফাইন্যান্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম। ডিসিপ্লিনারি কমিটি দেখবেন ফাইজুর রহমান। গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেটারদের কাজ ও এইজ গ্রুপের দায়িত্ব দিয়েছেন আসিফ আকবর। গ্রাউন্ডসের তত্ত্বাবধান করবেন আমিনুল ইসলাম বুলবুল।অন্যদিকে, ফ্যাসিলিটিস কমিটি দেখবেন শাহনিয়ান তানিম, আর আম্পায়ারস কমিটি তত্ত্বাবধান করবেন ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক এবং সিসিডিএম কমিটি তত্ত্বাবধান করবেন আদনান রহমান দীপন।নতুন বোর্ডে হাই পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ পাইলট, এবং বাংলা টাইগার্সের দায়িত্বে আছেন রাহাত শামস। এছাড়া, বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে।এবারের দায়িত্ব বণ্টনে ফারুক আহমেদ কোনো কমিটিতে থাকছেন না, তবে সহ-সভাপতির হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।ভোরের আকাশ//হর
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদে পরাজিত করার পর, বাংলাদেশ আগামীকাল (৮ অক্টোবর) আবুধাবিতে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।দুই দলেরই নতুন নেতৃত্বের অধীনে খেলতে দেখা যাবে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, যিনি এ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। অপর দিকে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন হাসমতউল্লাহ শাহিদী।ওয়ানডে দলে স্থান পেয়েছেন টি-টোয়েন্টিতে চমক দেখানো ব্যাটসম্যান সাইফ হাসান। এছাড়াও খেলবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে। পেস আক্রমণে খেলবেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, আর স্পিনার হিসেবে মিরাজ-রিশাদের সঙ্গে মাঠে থাকতে পারেন তানভীর ইসলাম।অপর দিকে, ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগানিস্তান দলে এসেছে কিছু পরিবর্তন। ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম সিরিজ থেকে ছিটকে গেছেন। তার স্থলে সুযোগ পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।ওডিআইতে দুদলের মুখোমুখি লড়াইয়ে ১৯ ম্যাচে ১১ জয় রয়েছে বাংলাদেশের। সবশেষ ৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে টাইগাররা। ইতিমধ্যে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে। কোচ ফিল সিমন্সের শিষ্যরা জয় দিয়েই সিরিজ শুরু করতে চায়।ভোরের আকাশ//হর