বাবর আজমকে পরামর্শ দিয়ে বিপদে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১০:২০ এএম
সংগৃহীত ছবি
বাবর আজমকে পরামর্শ দিয়ে বিপদে পড়েছেন মোহাম্মদ হারিস। টি-টোয়েন্টিতে সাবেক অধিনায়ককে আরও দ্রুত রান তোলা উচিত বলে জানান উইকেটরক্ষক ব্যাটার। রসিকতার সুরে এমন মন্তব্য করায় তাকে লাঠিপেটা করতে চেয়েছেন বাসিত আলি।
পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত জানান, বাবরকে ব্যাটিংয়ে কোথায় উন্নতি করতে হবে তা বলার কে হারিস।
পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাবেক ক্রিকেটার বাসিত আলী ক্ষুব্ধ হয়ে উঠেছেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ হারিসের মন্তব্যে। তার মতে, বাবর আজমের ব্যাটিং স্টাইল নিয়ে কথা বলার মতো অবস্থানে নেই হারিস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হলে রসিকতার সুরে হারিস বলেন, টি-টোয়েন্টিতে বাবরের আরও দ্রুত রান তোলা উচিত। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিতে বাবরসহ সিনিয়রদের সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ মন্তব্যে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন বাসিত আলী। ইউটিউব চ্যানেল দ্য গেম প্ল্যান-এ তিনি বলেন, বাবর আজমের ব্যাটিং নিয়ে কথা বলছে মোহাম্মদ হারিস? ওকে তো লাঠিপেটা করা উচিত। বাবরকে নিয়ে কথা বলার তুমি কে? যদি বাবর এখনো অধিনায়ক থাকত, তাহলে কি সে এই কথা বলতে পারত?
এই আলোচনায় পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমলও হারিসকে সমালোচনা করে বলেন, খেলোয়াড়দের কীভাবে কথা বলতে হয় এবং বিতর্ক এড়িয়ে চলতে হয় সে বিষয়ে পিসিবির প্রশিক্ষণ দেয়া উচিত।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও বাবর আজম এখন পাকিস্তানের দলে উপেক্ষিত। স্ট্রাইক রেটের কারণে তিনি বাদ পড়েছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে মোহাম্মদ হারিস এ বছর ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ১৫৪.৯৭ স্ট্রাইক রেটে ২৬৫ রান করে। তবে সর্বশেষ ছয় ম্যাচে তিনি দুই অঙ্কের রানও পাননি। তবুও আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবরের দল পেশোয়ার জালমির হয়ে খেলেন হারিসও। ফলে মাঠের বাইরেও দুই প্রজন্মের ক্রিকেটারকে ঘিরে চলছে তুমুল আলোচনার ঝড়।
ভোরের আকাশ/তা.কা