স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:১০ এএম
টাইগারদের ফাইনাল জয়ের সমীকরণ: এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট ও পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট জিতেছে ভারত। টাইগাররা প্রথম ম্যাচ জিতলেও এবার ফাইনালে পৌঁছানোর জন্য তাদের সামনে জটিল সমীকরণ অপেক্ষা করছে।
সুপার ফোরে দুই ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ২ এবং নেট রানরেট +০.৬৮৯। বাংলাদেশের পয়েন্টও ২, নেট রানরেট +০.১২১। অন্য দুই দল শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট শূন্য, নেট রানরেট যথাক্রমে -০.১২১ ও -০.৬৮৯।
বাংলাদেশের হাতে এখনও দুটি ম্যাচ রয়েছে—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে।
ফাইনালে পৌঁছাতে টাইগারদের সমীকরণ দাঁড়াচ্ছে এইভাবে:
টাইগারদের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করে শিরোপা জয়ের দিকে এগোতে হলে প্রতিটি রানের হিসেব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ভোরের আকাশ // হ.র