স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে দাপুটে ক্রিকেট খেলল নুরুল হাসান সোহানের দল। নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়ে সিরিজে দারুণ প্রত্যাবর্তন করেছে তারা।
শনিবার (১৬ আগস্ট) ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’। দুই ওপেনার জিশান আলম ও মোহাম্মদ নাঈম ঝড়ো সূচনা করেন। কারান কেসির করা প্রথম দুই ওভারেই আসে ৩০ রান। দ্রুত রান তোলার ধারায় ৫ ওভারের আগেই দলের পঞ্চাশ পূর্ণ হয়।
নাঈম ১৮ বলে ২৫ রানে আউট হলেও অন্যপ্রান্তে জিশান থামেননি। দুর্দান্ত শটে ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। ইনিংস বড় করার পথে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ৪৬ বলে ৭৩ রান করে বিদায় নেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা।
শেষদিকে ঝড় তোলেন আফিফ হোসেন। চার নম্বরে নেমে কেবল ২৩ বলে ৯ চার মেরে অপরাজিত ৪৮ রান করেন। আগের ম্যাচে ব্যর্থ হলেও এদিন তাঁর ক্যামিওতেই দল নিশ্চিত করে বড় সংগ্রহ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তুলে বাংলাদেশ ‘এ’। নেপালের হয়ে রিজান ধাকাল নেন ২ উইকেট। সন্দীপ লামিচানে, কারান কেসি ও নন্দন যাদব একটি করে উইকেট পান।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের ১৩ ওভারের মধ্যেই তারা হারায় ৬ উইকেট। হাসান মাহমুদ ফেরান কুশাল ভুর্তেলকে। তোফায়েল আহমেদ ফিরিয়ে দেন আসিফ শেখকে। রিপন মন্ডলের শিকার হন অধিনায়ক রোহিত পাওডেল।
সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। টানা দুই বলে আউট করেন দীপেন্দ্র সিং আইরে ও গুলশান ঝাওকে। পরে ফেরান বাহাদুর বামকেও। শেষ পর্যন্ত তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। হাসান মাহমুদ পান ২ উইকেট, রিপন ও তোফায়েল একটি করে।
নেপালের হয়ে একমাত্র লড়াই চালান কুশল মাল্লা। ৪৭ বলে ৬ চার ও ১ ছয়ে অপরাজিত ৫৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে আসিফ শেখের ব্যাট থেকে। কিন্তু দলকে জয়ের পথে নিতে পারেননি কেউই। ২০ ওভার শেষে নেপালের ইনিংস থামে ৭ উইকেটে ১৫৪ রানে।
ভোরের আকাশ/এসএইচ