ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০৪:৪৪ পিএম
দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবীর ইন্তেকাল
ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ, ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, আলেমে দীন ও দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী রোববার (৪ মে) দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দারুল উলুম দেওবন্দ থেকে তার ইন্তেকালের খবর নিশ্চিত করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
দেওবন্দের দীর্ঘকালীন মুহতামিম মাওলানা মারগুবুর রহমানের ইন্তেকালের পর মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী দেওবন্দের মুহতামিম হয়েছিলেন। তিনি দায়িত্ব পালনকালে দারুল উলুম দেওবন্দে মেডিসিন ও প্রকৌশলের মতো বিষয় চালু করে মাদরাসা শিক্ষার সংস্কারে ভূমিকা রাখেন। দারুল
উলুম দেওবন্দের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ১০ জন মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে নবম মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন, হযরত মাওলানা গোলাম মুহাম্মদ বাস্তনবী। তিনি ১০ জানুয়ারি ২০১১-২৪ জুলাই ২০১১ দারুল উলুম পর্যন্ত দায়িত্ব পালন করেন। দেওবন্দের বর্তমান মুহতামিম আবুল কাসেম নোমানী।
ভোরের আকাশ/এসআই