ধর্ম ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫ ১১:৫১ পিএম
ওমরাহ ইস্যুতে নতুন বিধিনিষেধ: অমান্য করলে জরিমানা ও এজেন্টশিপ বাতিল
ওমরাহ ভিসা প্রক্রিয়া, হোটেল বুকিং ও যাতায়াত সংক্রান্ত নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ১৪৪৭ হিজরি ওমরাহ মৌসুম থেকে এই নতুন বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে।
নতুন নিয়ম না মানলে সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সি বা কোম্পানির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল হওয়ার পাশাপাশি আরোপ হতে পারে মোটা অঙ্কের জরিমানা।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা ইস্যুর পূর্বেই অনুমোদিত হোটেল ও যাতায়াতের ব্যবস্থা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলকভাবে বুক করতে হবে। হাজিদের চলাচল ও আবাসন-সংক্রান্ত যাবতীয় তথ্য নির্ভুলভাবে সিস্টেমে রেকর্ড করতে হবে এবং তা বাস্তবের সঙ্গে মিল থাকতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের উপস্থিতি নিশ্চিত করতে হোটেল পরিদর্শন করা হবে। একইসঙ্গে শহরের মধ্যে যাত্রীদের যাতায়াতও নিবিড় পর্যবেক্ষণে থাকবে।
এই নতুন ব্যবস্থার ফলে ভিসা পেতে খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কেননা এখন থেকে শুধু অনুমোদিত হোটেলেই বুকিং ও অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে। তদুপরি, যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, কেবল তারাই ওমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে ছোট এজেন্সিগুলোর ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। সেই সঙ্গে গুণতে হতে পারে বিপুল অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে ওমরাহ ভিসা ইস্যুর অনুমতিও বাতিল হতে পারে।
ভোরের আকাশ।।হ.র