ধর্ম ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০৩:০১ এএম
স্বামীর ভালোবাসা কমে গেলে যে আমলটি করতে পারেন স্ত্রী
ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত পবিত্র ও মজবুত বন্ধন হিসেবে গণ্য করা হয়। ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠে একটি সুস্থ ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন। তবে কখনো কখনো বাস্তব জীবনে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব দেখা দিতে পারে, যার ফলে স্বামীর ভালোবাসা কমে যাওয়ার আশঙ্কাও থাকে।
এমন পরিস্থিতিতে পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াতের মাধ্যমে আমল করে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে ভালোবাসা ফিরে আনার চেষ্টা করা যেতে পারে। এটি অবশ্যই করা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং বৈধ দাম্পত্য সম্পর্ক রক্ষার জন্য।
কোরআনের আয়াত ও উচ্চারণ
আয়াত:
وَمِنَ النَّاسِ مَن يَّتَّخِذُ مِن دُونِ اللّٰهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللّٰهِ ۗ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلّٰهِ ۗ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيعًا ۗ وَأَنَّ اللّٰهَ شَدِيدُ الْعَذَابِ
(সুরা বাকারা: ১৬৫)
উচ্চারণ:
ওয়া মিনান নাসি মাইয়্যাত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাঁ ইউহিব্বূনাহুম কাহুব্বিল্লাহ; ওয়াল্লাজিনা আমানু আশাদ্দু হুব্বাললিল্লাহি ওয়ালাও ইয়ারাল্লাজিনা জালামু ইজ ইয়ারাওনাল আজাবা আন্নালা কুয়্যাতা লিল্লাহি জামীয়াওঁ ওয়াআন্নাল্লাহা শাদীদুল আজাব।
অর্থ: “মানুষের মধ্যে এমনও আছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালবাসার মতো ভালবাসে। আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালবাসায় দৃঢ়তর। আর যদি জালিমগণ দেখে- যখন তারা আজাব দেখবে যে, নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আজাব দানে কঠোর।”
আমল পদ্ধতি
১. পবিত্র হয়ে কয়েকবার দরুদ শরিফ পড়ুন। (দুই রাকাত নামাজ পড়া উত্তম)
২. এরপর নির্জনে বসে উপরের আয়াতটি সাত বার পড়ুন।
৩. এরপর কোনো মিষ্টিজাতীয় খাবারে ফুঁ দিয়ে (দম করে) তা স্বামীকে খাওয়ান।
৪. এই আমল নিয়মিত সাত বা এগারো দিন চালিয়ে যান, আল্লাহর কাছে আন্তরিক দোয়া ও ভরসা রেখে।
এই আমল শুধুমাত্র বৈধ স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্ষায় কার্যকর। অবৈধ সম্পর্ক বা অন্যায় উদ্দেশ্যে এ আমল প্রয়োগ উপযুক্ত নয়।
সম্পর্ক ভালো রাখার জন্য সুন্নাহভিত্তিক পরামর্শ
১. নিজের ভুল খুঁজে দেখা ও অহংকার নিয়ন্ত্রণ করা।
২. স্বামীর পছন্দের পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা।
৩. মিষ্টি ভাষায় কথা বলা এবং স্বামীর পছন্দের খাবার রান্না করা।
৪. ধৈর্য্য ধারণ ও রাগ নিয়ন্ত্রণ করা।
৫. গোপনীয়তা রক্ষা ও ঘরের কথা বাইরে না বলা।
৬. নিয়মিত দোয়া ও ইবাদত করা, বিশেষত তাহাজ্জুদে কান্নাকাটি।
সতর্কতা ও পরামর্শ
কোনো ধরনের জাদু-টোনা বা শিরকি কাজ থেকে বিরত থাকুন।
আমল ও সচেতন প্রচেষ্টার পরও ফল না মেলে পরিবারের সদস্যদের পরামর্শ নিন বা বিশ্বস্ত শরীয়ত সম্মত আলেমের সাহায্য নিন।
দাম্পত্য সম্পর্কের মাধুর্য ফিরে পেতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে, কোরআনের নির্দেশনাকে মেনে চলাই সর্বোত্তম পথ। ভালোবাসা ও সম্মানের বন্ধন যেন মজবুত হয়—এটাই দাম্পত্য জীবনের শান্তির চাবিকাঠি।
দোয়া: হে আল্লাহ! আমাদের বৈধ সম্পর্ককে ভালোবাসা ও বরকতে পূর্ণ কর এবং আমাদেরকে অশান্তি ও বিচ্ছিন্নতা থেকে হিফাজত কর। আমিন।
ভোরের আকাশ//হ.র