× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনে ইউনূস-তারেক বৈঠকে সব মহলে স্বস্তি

এম. সাইফুল ইসলাম

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ বৈঠকে সকল মহলে স্বস্তি ফিরে এসেছে। এ বৈঠক শুধু দেশের রাজনৈতিক অস্থিরতারই অবসান করেনি বরং আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণে মাইল ফলক হিসেবে দেখছেন অভিজ্ঞমহল।  

বৈঠক পরবর্তী ব্রিফিং থেকে জানা যায়, তারেক রহমান রমজান শুরুর আগেই ফেব্রুয়ারিতে ভোট সম্পন্নের প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি বলেছেন, সব প্রস্তুতি সম্পান্ন করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।

লন্ডনে ডরচেস্টার হোটেলে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। ইসি শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতেই হবে সংস্কার ও জুলাই সনদ।

এছাড়া জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণাসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে সরকারের যে টানাপোড়েন চলছিল সেটির অবসান হয়েছে। বিশ্লেষকদের পাশাপাশি আজ বিকেলে ঢাকায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনেও বলেছেন, ফলপ্রসূ এ বৈঠক দেশের জন্যে স্বস্তির খবর ও রাজনীতির টার্নিং পয়েন্টে।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকের আগে তারেক রহমান হোটেল পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মিটিং কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তারেক রহমান তার মা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন প্রধান উপদেষ্টাকে।

এ সময় প্রধান উপদেষ্টাও বেগম খালেদা জিয়ার ইতিবাচক গুণ তুলে ধরেন। পরস্পর অত্যন্ত সৌহার্দ পূর্ণ ও আন্তরিকভাবে কুশলাদি শেষ করার পর বৈঠকটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা চলে বৈঠকটি। বৈঠক শেষে তারেক রহমানও বিএনপি নেতারা বেশ হাসিমুখে বের হন। বৈঠক শেষে বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বৈঠকে আগামী রমজানের শুরুর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। 

একইসঙ্গে তিনি বলেন, আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে। শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বাচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন।

মিটিংয়ে তারেক রহমান বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতিসম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

এদিকে, ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ- দুটিই করা হবে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে দেশে আলোচনা চলছে। আমাদের সিদ্ধান্ত হলো ঐকমত্যেরভিত্তিতে জুলাই সনদ হবে। রাষ্ট্র সংস্কারও হবে। রাষ্ট্র সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হবে সেগুলো বাস্তাবায়ন করা হবে।

আমির খসরু বলেন, বৈঠকে নির্বাচন, রাজনীতিসহ সব বিষয়ে আলোচনা হবে এটা স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমরা সবাই চাই, দেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঐকমত্য হয়েছি তা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

সংস্কার নিয়ে আলোচনা হয়ে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংস্কারের যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলোই সংস্কার হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এমন নয় যে, এখনই সব সংস্কার শেষ হয়ে যাবে। নির্বাচনের আগে ঐকমত্যেরভিত্তিতে কিছু সংস্কার হবে। নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমার যে দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সেখানে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। সুতরাং আগে-পরে সংস্কার চলতে থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, এ ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান যখন ইচ্ছা তখন তিনি দেশে ফিরতে পারবেন। সুতরাং সিদ্ধান্ত উনি (তারেক রহমান) নেবেন, সময়ও নির্ধারণ করবেন।

আমির খসরু বলেন, প্রথমে দুইটি বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তীতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান ‘ওয়ান টু ওয়ান’ দীর্ঘ সময় আলোচনা করেছেন। বৈঠকের ব্যাপারে আমরা সন্তুষ্ট। আমরা বলেছি, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে কাজ করব। নতুন বাংলাদেশ গড়ে তুলব।

এদিকে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর বিকালে দলের গুলমান অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের ইতিবাচক বার্তা ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’।

মির্জা ফখরুল বলেন, আমরা আজকে জাতির অনেক প্রতীক্ষিত একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় দুই ঘণ্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি উৎকণ্ঠা সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিলেন যে, এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পারে।

আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে, সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটা টানিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করলাম বৈঠকের পরেই একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণায় বলা হয়েছে, আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে তারেক রহমানের যে প্রস্তাব, এপ্রিলের যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেটা উপযুক্ত সময় নয় বিধায় সেটি রোজার আগে নিয়ে আসা। সেক্ষেত্রে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে, প্রধান উপদেষ্টা এটাতে সম্মত হয়েছেন তারা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, এর মাধ্যমে তারেক রহমান আবার প্রমাণ করলেন তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেটা তিনি প্রমাণ করেছেন।

প্রথম একটি বৈঠকে যেটা গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর রহমতে সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে সকল নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে, এ বৈঠকের ইতিবাচক খবর মুহূর্তেই সর্বত্র ছড়িয়ে পড়ে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে এখন বিষয়টি নিয়ে আলোচনা। এককথায় এটিই ‘টক অব দ্য কান্ট্রি’। নির্বাচনসহ নানা ইস্যুতে বৃহৎ রাজনীতিক দল বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েনের অবসান হওয়ায় স্বস্তি বিরাজ করছে সর্বত্র। তারা বলছেন, সরকার এখন বাকি দিনগুলোতে সুন্দরভাবে সিদ্ধান্ত ও বাস্তবায়ন করতে পারবে।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যাালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রহুল আমিন রোকন দৈনিক ভোরের আকাশকে বলেন, নিঃসন্দেহে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের ইতিবাচক বার্তাটি স্বস্তির। এ বৈঠকের দিকে তাকিয়ে ছিলো গোটা জাতি।

তিনি বলেন, বিএনপির সঙ্গে সরকারের একপ্রকার টানাপোড়েনের অবসানের রাজনীতিতে স্বস্তি এনে দিয়েছে। এছাড়া সংস্কারসহ নানা ইস্যুতে এ বৈঠকে স্বস্তিদায়ক সমঝোতাও হয়েছে বলে মনে করেন এ বিশ্লেষক।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

শিক্ষকদের জন্য কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

শিক্ষকদের জন্য কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

শিক্ষকদের জন্য কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

শিক্ষকদের জন্য কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কেউ বাহুবলে কথা বললে পরিণতি শেখ হাসিনার মতোই হবে: সালাহউদ্দিন

কেউ বাহুবলে কথা বললে পরিণতি শেখ হাসিনার মতোই হবে: সালাহউদ্দিন

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক