নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০১:২০ এএম
১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে ইউনাইটেড লেবার পার্টি
১২ দলীয় জোটে নতুন সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে রাজনৈতিক দল ‘ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’। আগামী বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। একই অনুষ্ঠানে দলটির ১২ দলীয় জোটে যোগদানের বিষয়টিও ঘোষণা করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
এর আগে, গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে জোটের সদস্য সংখ্যা একটিতে নেমে আসে। নতুন সদস্য ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যা পূরণ হবে।
সূত্র জানায়, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের অংশগ্রহণের কারণেই জাগপাকে জোট থেকে অব্যাহতি দেওয়া হয়।
জাগপা থেকে অব্যাহতির পর, লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে এসে ‘ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’ নামে নতুন দল গঠন করেন। নতুন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এম কামরুজ্জামান খান।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা, যাদের মধ্যে রয়েছেন—
জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান ও জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার,বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।
ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একাধিক রাজনৈতিক মামলায় কয়েকবার গ্রেপ্তার ও কারাবরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এসব অভিজ্ঞতাই তাকে নতুন দল গঠনে প্রেরণা দেয়।
তিনি আরও জানান, তিনি শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতির ধারায় সক্রিয়। তার পরিবারেও বিএনপির রাজনীতির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বড় ভাই তরিকুল ইসলাম নজিবুল পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং ছোট ভাই মো. তৌহিদুল ইসলাম পিরোজপুর পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।
প্রসঙ্গত, বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২০২২ সালের ২২ ডিসেম্বর ১২ দলীয় জোট গঠিত হয়। যদিও বিএনপি এই জোটের আনুষ্ঠানিক সদস্য নয়, তবে স্বৈরাচারবিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ নানা ইস্যুতে তারা একসঙ্গে আন্দোলন করে আসছে। সরকার পতনের দাবিতে চলমান সংলাপেও জোটটি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
ভোরের আকাশ//হ.র