আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ঘন্টা আগে

আপডেট : ১৫ ঘন্টা আগে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, দলীয়ভাবে বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (০২ মে) বিকেল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব তৈরি হয়েছে শহীদদের রক্তের বিনিময়ে। যতদিন তাদের রক্তের বিচার না হবে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, আমরা গুম-খুন-নির্যাতনের বিচার করেই ঘরে ফিরব।” সমাবেশে উপস্থিত হয়ে শহীদ খালেদ সাইফুল্লাহর পিতা বলেন, আমার সন্তানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে পারে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।

এনসিপির নেতারা জানান, সমাবেশ সফল করতে গত কয়েকদিন রাজধানীর গুলিস্তান, বাংলামটর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসব লিফলেটে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সাতটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এনসিপির লিফলেটে চারটি দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা; আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল; বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।

এসময় মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা। 

এছাড়া আহত এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু

খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

মন্তব্য করুন