ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০৯:০৪ পিএম
খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে, পুত্রবধূ ও নাতনিরা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানান।
এসময় দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরাও তার সঙ্গে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা থেকে রওনা হয়ে রাতে লন্ডন পৌঁছান জুবাইদা রহমান। এর আগে লন্ডনে ফিরে যান শামিলা রহমান। প্রায় চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে দুই পুত্রবধূকে নিয়ে গত ৬ মে দেশে ফিরেন খালেদা জিয়া।
ভোরের আকাশ/এসএইচ