ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মুক্তিযুদ্ধ মানেই ৭১। তাই ৭১ নিয়ে কোন বিতর্ক করা যাবে না। একই সঙ্গে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কোন ষড়যন্ত্র করে লাভ নেই, বর্তমান সংবিধান মতেই ভোট অনুষ্ঠিত হবে। এর কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবিধান নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা চলবে না। নির্বাচন হবে সংবিধান মেনে, এই অর্ন্তবর্তী সরকারের অধীনেই।
জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ বলেন, যারা পিআরের (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) কথা বলছেন, যারা বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না, তাদের বলব, এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ এখন ড. ইউনূসকে সমর্থন দিয়ে নির্বাচিত সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। এই নির্বাচনে জনগন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাই আমি বলছি, জনগনের আকাঙ্খাকে উপেক্ষা করে কোন লাভ নেই।
ফারুক বলেন, এবার আর ’১৪, ’১৮ কিংবা ’২৪ সালের মতো দিনের ভোট রাতে হবে না। এবার উৎসবমুখর পরিবেশে জনগণের খেলার মধ্য দিয়েই নির্বাচন হবে এবং সেটিই হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন। এ নির্বাচনে বিজয়ী হবে নির্বাচন কমিশন।
অর্ন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। তবে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে দেশ। সেই পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে তা সফল হবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই। সবাই সবার মতামত দেবে-এটাই গণতন্ত্র। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন মানসিকতার পরিবর্তন আনতে হবে।
জয়নুল আবদিন ফারুক বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার কিছু লোক দেশে রয়ে গেছে। তারা সামান্য ভিন্নমত সহ্য করতে পারে না। পিআর বলে যারা চিৎকার করছে, তারা হাসিনার সঙ্গে যুক্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করার অপচেষ্ঠা করছে, তবে লাভ নেই, দেশের জনগন জাগ্রত রয়েছে, ৭১ মতো প্রতিবাদ-প্রতিরোধ করা হবে। এটা গণতান্ত্রিক আচরণ নয়।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। আমরা আশা করি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর বাইরে কোনো সুযোগ নেই।
গণতন্ত্র ফোরামের সভাপতি ও কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হকসহ প্রমূখ।
ভোরের আকাশ/এসএইচ