ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ১০:৫৪ পিএম
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
গাজীপুরে দুর্বৃত্তদের হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা। এর প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল বের করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৪ মে) রাত ১০টার দিকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। নানা স্লোগানে মিছিলটি শাহবাগের দিকে এগোচ্ছে।
এ সময় তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান।
এর প্রতিবাদে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা কাজী নাছির, রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মুহতাদির যায়িফ সিক্ত, সাজেদুল রাশেদ রাফসান প্রমুখ। এসময় বক্তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভোরের আকাশ/এসআই