× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংসদ নির্বাচন

সরকারে জোর তৎপরতা শঙ্কা দলগওলো নিয়ে

শহীদুল ইসলাম

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১২:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে সরকার। পিছিয়ে নেই নির্বাচন কমিশনও। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই প্রতিদিনই নির্বাচনকেন্দ্রিক নতুন নতুন তথ্য দেশবাসীকে জানিয়ে যাচ্ছেন তারা। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে গত বৃস্পতিবার জানিয়েছে নির্বাচন কমিশন সচিব। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তাদের শর্তসমূহের মধ্যে রয়েছে-জুলাই সনদ, বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড। জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংশোধন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যুতে জামায়াত ও এনসিপির বিপরীত অবস্থান নিয়েছে বিএনপি। তাই নির্বাচন নিয়ে সরকার তৎপর থাকলেও সামনের দিনগুলোতে নির্বাচনকেন্দ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বস্তিতে থাকতে পারছে না দেশবাসী। সম্প্রতি নির্বাচন, সংস্কার, অর্থনীতি ইস্যুস নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্যে কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি করতে চায় না এই সরকার। নির্বাচনী ইশতেহার থেকে নারী এবং তরুণরা যেন বাদ না পড়ে সেদিকে নজর রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এর পরিপ্রেক্ষিতে সুষ্ঠু  নির্বাচনের জন্য কমিশন নতুন আরপিও নিয়ে কাজ করছে। আগামীর নির্বাচন নিয়ে নতুন আরপিও অনুযায়ী, ভোটে ইভিএম ব্যবহার হবে না, তাই যাবতীয় বিধান বিলোপ করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনও আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এ ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ‘না’ ভোটের সঙ্গে।

জোট গতভাবে নির্বাচনে অংশ নিলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এমন বিধান করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর খসড়া চূড়ান্ত করা হয়েছে। ভোটের সংখ্যা দুইজন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে এক্ষেত্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অনিয়ম হলে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটা চূড়ান্ত হলে নির্বাচনে কোনো আসনের ভোট নিয়ে প্রশ্ন উঠলে ওই আসনের পুরো ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

এছাড়া প্রার্থী নির্বাচনী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দিলে বিজয়ী হওয়ার পরও তার প্রার্থিতা বাতিল করার সুযোগ থাকবে ইসির হাতে। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, নির্বাচনের ভোট গণনার সময় সাংবাদিকরা গণনা কক্ষে থাকতে পারবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত একই কক্ষে অবস্থান করতে হবে গণমাধ্যমকর্মী।

আরপিওতে সংশোধনী অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। আরপিওর যেসব বিষয়ে সংশোধনী আনা হয়েছে সেগুলো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো পাঠানো হবে। পরে সরকারের সায় পেলে চূড়ান্ত করা হবে সংশোধিত আরপিও।

সরকার থেকে নির্বাচনকে কেন্দ্রকরে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ৪৭ হাজার কেন্দ্রে একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেয়া হবে। পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী তার কাছে এটি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা ৮ লাখের মতো থাকবে।

এর মধ্যে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী পর্যন্ত থাকবে। নির্বাচন কমিশন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেয় হবে। বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেয়ার ব্যবস্থাও করা হবে।

এদিকে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই অনুযায়ী সংস্কারের কাজ সম্পন্ন না করা হলে শুরু থেকেই নির্বাচনে অংশগ্রহণ না করারা কথা বলে আসছে জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল। বর্তমানে বিএনপির সঙ্গে মতপার্থক্য ও বিভক্তি বাড়ছে দলগুলোর সাথে।

প্রধানত তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনী সময় ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ফেব্রয়ারিতে কোন নির্বাচন হবে না’  বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচনের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক বিভেদ তুঙ্গে। এ অবস্থায় জামায়াত ও এনসিপিসহ দলগুলো সংস্কারের যেসব শর্ত সামনে এনে বিক্ষোভ সমাবেশ করছে তাতে নির্বাচনী কার্যক্রম যথেষ্ট বাধাগ্রস্ত হতে পারে। তারা নির্বাচন বর্জনের অবস্থানে গেলে নির্বাচন আন্তর্জাতিক মহলে তার অগ্রহণযোগ্যতা  হারাবে।

এর আগে গত মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সে সময় নির্বাচন হলে যারা শহীদ হয়ে কবরে আছেন, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। আর যে ভাইটি হাত হারিয়েছেন, তার হাত ফিরিয়ে দিতে হবে। এ সময় তার বক্তব্যকে সমর্থন জানিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন।

পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড় পাবে না। জাতীয় পার্টি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়। দেশবিরোধী কিছু করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। বর্তমানে কিছু নেতা টাকার কাছে বিক্রি হচ্ছে। গণমাধ্যমের সম্পাদকরা দালালি করছেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কারা নির্বাচনকে বিলম্বিত-অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। যারা নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। অবৈধ অস্ত্র মাঠে থাকলে ফ্যাসিস্ট শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে।

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অনেক অর্জন থাকলেও সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে। শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি, সেটা হবে অনাকাঙ্ক্ষিত।  

এর আগে গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেন।

পরে ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। আগামীর নির্বাচনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামী দল একত্রে বিএনপির বিরুদ্ধে জোটবদ্ধ নির্বাচনে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে সম্প্রতি যুগপৎ আন্দোলনের শরীক ৪২টি রাজনৈতিক দলের বৈঠকে তিনি ওই দলগুলোকে নির্বাচনের পরেও তাদের নিয়ে জাতীয় সরকারের প্রতিশ্রুতি দেন।

এর মধ্যে রয়েছে ৬ দলীয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও কয়েকটি সমমানা দল, তারা সবাই ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেবে। এছাড়া এনসিপি বা গণঅধিকার পরিষদের নেতৃত্বেও কয়েকটি ছোট দল মিলে তৃতীয় আরেকটি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টির নির্বাচনী জোটের ব্যাপারে এখনো স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।    

সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের শঙ্কার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়নি। দেশে এককভাবে নির্বাচনে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষের ভেতরে এখনো সে শঙ্কাটা কাটেনি, যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সে জন্য আমরা বলেছি, সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে। যাতে করে মানুষ আত্মবিশ্বাস পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে। আমরা ভোট দিতে যেতে পারব।

জুলাই সনদ ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দাবি পুনর্ব্যক্ত করে ড. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের হওয়ার ক্ষেত্রে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে তার আগে জুলাই সনদদের আইনি ভিত্তি ও ভোটের আগেই এটি বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে।

এছাড়া আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে আমরা একটি অংশে একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে (উচ্চকক্ষ)। কিন্তু আমাদের দাবি হচ্ছে, পিআর টোটাল। আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব।

নির্বাচন নিয়ে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনো সুরাহা হয়নি। এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক টেনশন আছে জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাজনীতিতে অনেক মেটাফর আছে, নেগোশিয়েটিং টুল আছে। বিএনপি যে জায়গাটাতে এখন আছে, সে জায়গায় সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভেতরে সিরিয়াস ইস্যুজ আছে। বাকিরা যারা আছে, তারা অনেকেই সনদের প্রস্তাবের সঙ্গে একমত না। আজকে এনসিপির বক্তব্য পুরো স্পষ্ট হলো। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না।

ফুয়াদ বলেন, জামায়াত এবং চরমোনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল। তারা পিআর ইস্যুতে যদি নির্বাচন বয়কট করে, এনসিপি যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে দৃঢ় থাকে তাহলে আল্টিমেটলি নির্বাচন একতরফার দিকে চলে যাবে।

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে যাওয়া দলগুলোর নেতারা জানান, আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যেমে একটি গণতান্ত্রিক দেশ গড়ে উঠুক, জোটভূক্ত দলগুলোকে বিএনপি বলেছে আমরা যাতে নির্বাচনের প্রস্তুতি নেই, আতিতে আমরা আপনাদে নিয়ে ছিলাম আগামীতেও আপনাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, তবে ধানের শীষ নিয়ে আমরা নির্বাচন করবো, আসন বা সিট নিয়ে এখনো বিএনপির সঙ্গে কথা হয়নি।

নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে।

দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার পতনের পর অনেকে ভেবেছিলেন সামনে আর বড় চ্যালেঞ্জ নেই। কিন্তু আমি তখনই বলেছিলাম- আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন। আজ তা প্রমাণিত।

তারেক রহমান বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, যাতে ভন্ডুল হয়ে যায়, সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
ভোটার আকর্ষণে মাঠে বিএনপি

ভোটার আকর্ষণে মাঠে বিএনপি

কৌশলী নির্বাচনী প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর

কৌশলী নির্বাচনী প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর

শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি

শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি

কৌশলে এগোচ্ছে বিএনপি

কৌশলে এগোচ্ছে বিএনপি

আলোচনার টেবিল থেকে রাজপথে

আলোচনার টেবিল থেকে রাজপথে

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক