নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১২:৪৮ এএম
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তারেক রহমান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।
তারেক রহমান বলেন, “ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি পবিত্র উৎসব। এই উৎসবের মাধ্যমে আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি ও আত্মত্যাগের মহান শিক্ষা আমরা পাই। পবিত্র কোরআনের বাণী অনুসারে, মাংস বা রক্ত নয়—আল্লাহর কাছে পৌঁছায় মানুষের অন্তরের পবিত্র ইচ্ছা। সেই ইচ্ছার মূলেই নিহিত থাকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা।”
তিনি বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অনাচার ও নানাবিধ সংকট সত্ত্বেও দেশের মুসলমানদের মনে ঈদের আনন্দ বিরাজ করছে। গত বছর ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতনের পর এবার কিছুটা স্বস্তির আবহে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। অতীতের শাসনামলে অপশক্তির কর্তৃত্ব, অবৈধ ক্ষমতা ও দুর্নীতির কারণে দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে চরম অবক্ষয় দেখা দেয়। বর্তমানে আমাদের সম্মিলিতভাবে উন্নত নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির পথে অগ্রসর হওয়া জরুরি, যেন রাষ্ট্রীয় লুটপাট ও অর্থপাচারের মতো ভয়াবহতা আর না ফিরে আসে।”
তারেক রহমান বলেন, “ঈদুল আজহার অন্যতম প্রধান অনুষঙ্গ হলো কোরবানি। এটি শুধু পশু উৎসর্গ নয়, বরং একটি চিত্তশুদ্ধির মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্য বহন করে এই কোরবানি। ত্যাগের এই শিক্ষা সমাজে ঐক্য ও সংহতির বন্ধন গড়ে তোলে। আমরা যদি এ শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, তবে মানবকল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বিশ্ব মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের একটি হলো ঈদুল আজহা। এই উৎসব সর্বজনীন, এর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই এর সৌন্দর্য নিহিত। তবে বিদ্যমান অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের ঈদের আনন্দ উপভোগ করাও কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম, এবং গ্যাস-পানি-বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত। ঈদের আনন্দ যেন কেউ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
ভোরের আকাশ//হ.র