নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০২:৫০ এএম
যমুনার সামনে এনসিপির অবস্থান, নেতৃত্বে নাহিদ-আখতার
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর যমুনা ভবনের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত একটার দিকে তাঁরা যমুনার সামনে পৌঁছান।
এর আগে রাত ১০টা থেকেই সেখানে অবস্থান করছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং তাঁর সঙ্গে থাকা শতাধিক নেতাকর্মী।
এ সময় যমুনার সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, "আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।" তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ড. মুহাম্মদ ইউনূস, আমরা আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে ঘোষণা না দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা এই অবস্থান ত্যাগ করব না।”
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রতিশ্রুতিকে “প্রহসন” বলে আখ্যায়িত করে তিনি বলেন, মূল দল আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে।
হাসনাত আরও বলেন, “এই জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করেছি। আমাদের গুলি করে থামানো যাবে না। জুলাইয়ের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ, কারণ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কোনো দ্বিধা নেই।”
এনসিপির কেন্দ্রীয় নেতারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা যমুনার সামনে অবস্থান অব্যাহত রাখবেন।
ভোরের আকাশ//হ.র