বিএনপি নেতা কর্মীদের ঢল
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৯:৪০ এএম
বিমানবন্দরে প্রবেশ করলেন মির্জা ফখরুল
আর কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আজ সকাল ১০টায় সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কাতারের আমিরের দেয়া বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। কিছুক্ষণ বিরতি শেষ করে সাবেক এই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আজ মঙ্গলবার সকাল ৬ টা ৫ মিনিটে দোহা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে আটটার দিকে বিএনপি মহাসচিব বিমানবন্দরে প্রবেশ করেছেন।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের সবচেয়ে নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের শিকার। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসায় নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। পাশাপাশি দলের নেতাকর্মীদের মনোবলও বাড়বে। বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, আজ দলীয় প্রধান দেশে ফেরায় উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারা ভোর থেকে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন। আগে থেকেই দলের পথ নির্দেশনা অনুযায়ী বিএনপি ও অঙ্গ সংগঠন অভ্যর্থনা জানাতে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে অবস্থান করছেন। তাদের স্লোগানের স্লোগানের প্রকম্পিত হচ্ছে রাজপথ। শুধুমাত্র ঢাকা নয় সারা দেশ থেকেই নেতাকর্মীদের অনেকে ঢাকা এসেছেন। এখনো দেখা যাচ্ছে, ঢাকা ও তার আশপাশ থেকে ট্রেনযোগেও অনেকে এয়ারপোর্ট এলাকায় আসছেন।
এদিকে আইন শৃঙ্খলা প্রস্তুতি স্বাভাবিক রাত্রে পুলিশ ও সেনার সদস্যরা কাজ করছেন। বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ভোরের আকাশ/এসএইচ