ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১১:২০ পিএম
নাহিদ ইসলাম বললেন: আরেকটা এক-এগারোর পাঁয়তারা চলছে
গণতান্ত্রিক রূপান্তর থামিয়ে দেশে নতুন করে এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ রচনা করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। এর জন্য একটি রোডম্যাপও প্রয়োজন।”
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশে নতুন করে অস্থিরতা তৈরির ছক আঁকা হচ্ছে বলে দাবি করে তিনি লেখেন, “বাংলাদেশকে বারবার বিভক্ত করা হয়েছে। এবার দিল্লি থেকে অস্থিতিশীলতা তৈরির নতুন পাঁয়তারা চলছে।”
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ও দেশপ্রেমিক সেনা সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় সংস্কারের পক্ষে সবাইকে এক হতে হবে। সেনা কর্মকর্তারাও যেন সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকেন।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “ড. ইউনূসকে সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দায়িত্বে থেকেই রাজনৈতিক সমাধান বের করতে হবে।”
নির্বাচন ও সংস্কার ঘিরে উত্তাল হয়ে ওঠা রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি প্রধানের এই পোস্টে ফের আলোচনায় এসেছে সম্ভাব্য সংকট ও তার মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক।
ভোরের আকাশ/হ.র