আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৫:০৯ এএম
খালেদা জিয়ার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
সোমবার (২১ জুলাই) রাত ৯টায় রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় গুলশানের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিভিন্ন সময় দেশি-বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।
ভোরের আকাশ//হ.র