শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৬:২৬ পিএম
স্ত্রীসহ সাবেক হুইপ আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় সংসদের সাবেক হুইপ ও শেরপুর-১ আসনের সাবেক এমপি আতিউর রহমান আতিক ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।
শনিবার (২৪ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আগের সরকারের সাবেক এ হুইপের বিরুদ্ধে দূর্ণীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালে তদন্ত শুরু করা হলেও তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ তদবিরে সাবেক হুইপ আতিউর রহমান আতিককে দায়মুক্তি দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে এবার ফেঁসে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এ নেতা।
দুদকের পক্ষে উপপরিচালক মোজাম্মিল হোসেন নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।
গতবছরের ৪ আগষ্টের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শেরপুর জেলার সভাপতি আতিউর রহমান আতিক, তার স্ত্রী কণ্যাদের আর শেরপুরে দেখা যায়নি। বড় দুই মেয়ে আমেরিকায় রয়েছে। ছোট মেয়ে ও স্ত্রীসহ আতিউর রহমান আতিক রয়েছে আত্মগোপনে।
ভোরের আকাশ/এসআই