ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০১:৩৮ পিএম
ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। সেখানে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
এর আগে, বেলা ১১টায় মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি বিমানবন্দর ছাড়ে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির নেতা-কর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ