ছবি: সংগৃহীত
ব্রিটিশ শাসনের সময় থেকে কমিউনিজমের শিকড় উপমহাদেশে বিস্তৃত হয়। দেশ ভাগের পর পাকিস্থানী শাসনের বিরুদ্ধেও সোচ্চার ছিল বাম দলগুলো। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে এই শক্তির বড় অংশ পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে দাড়ায়।
তবে স্বাধীনতার পর নিজেদের আদর্শগত পার্থক্যে বিভাজন প্রকট হয়ে ওঠে। সেই সঙ্গে নেতৃত্বের সংকটে দুর্বল হয় সংগঠনগুলো। ৯০ দশক পর্যন্ত মধ্যবিত্তের চিন্তা ও মননে বাম ভাবাদর্শ যতোটা আলোড়িত করেছে তা এখন ম্রীয়মান।
গত ১৬ বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদীদল, কমিউনিস্ট কেন্দ্র, বাসদসহ বেশ কটি বাম দল।
দেশে অন্তত ৩০টি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণ-সংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ অল্প কয়েকটি দল। ফলে গণঅভ্যুত্থান পরিবর্তী রাজনৈতিক বাস্তবতায় এখন দলগুলো অনেকটা অস্তিত্ব সংকটে। যদিও আগামী নির্বাচনে কমিউনিজমে বিশ্বাসী সব দল এক ছাতার নিচে এসে নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের সব বাম দলের সঙ্গেই ঘনিষ্ট সম্পর্ক রয়েছে, সব সময় যোগাযোগও হচ্ছে সবার সঙ্গে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে নিজস্বভাবে প্রার্থী তালিকা তৈরি করার জন্য। এখন নির্বাচনকালীন পরিস্থিতি কেমন দাঁড়ায় তার ভিত্তিতে নির্ভর করবে নির্বাচন কেমন হবে।
স্বাধীনতার পর দেশে ১২টি সংসদ নির্বাচন হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, এরশাদের শামনামলে বিএনপি বিহীন ৮৬'র নির্বাচনে বামদলগুলো সর্বোচ্চ ২২টি আসনে জিতেছিল। শেখ হাসিনা সরকারের অধীনে ২০১৪ সালে বিতর্কিত নির্বাচনে ১১টি আসন পায় দলগুলো। বাকি নির্বাচনের কোনটিতেই ৯টির উপর আসন পায়নি দলগুলো।
আর ২০০১ সালের নির্বাচনে কোন আসনেই জয় পায়নি এসব দল। কোন কোন নির্বাচনে জামানত বাজেয়াপ্তও হয় তাদের। ভোটের মাঠের এই যখন পরিস্থিতি তখন আগামীর রাজনীতিতে বামপন্থী দলগুলো কতোটা প্রাসঙ্গিক সামনে এসেছে সেই প্রশ্ন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা যদি আমাদের পলিটিকাল ধারার উপর দাঁড়িয়ে লড়াই করতে পারি তবে এই ইলেকশনের পরের ইলেকশনে দেশ আমাদের কথা বলবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সাংগঠনিক ভাবে বামপন্থী অনেকটা দুর্বল হয়েছে সেটি অস্বীকার করার সুযোগ নেই। ভুল-ক্রটি যাই হয়েছে তা থেকে শিক্ষা নিয়েই আমাদের সামনের পথে অগ্রসর হতে হবে।
তাদের দৃষ্টিতে, নির্বাচনই শেষ কথা নয়, সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করা বামপন্থী দলগুলোর ভবিষ্যত এখনো রয়েছে। যা দৃশ্যমান হতে পারে ২০৩০ সাল পরবর্তী সময়ে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চলতি মাসের মধ্যেই এসব আসনে অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে। দলীয় সূত্র বলছে, বাকি আসনগুলোর কিছু জোট ও সমমনাদের জন্য ছেড়ে দেওয়া হবে, আর বাকিগুলোতে প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনও চলমান।দলীয় সূত্র জানায়, নভেম্বরে ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে বিএনপি ও তাদের জোট। নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্তের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠকে নেতারা জানান, অধিকাংশ আসনে একাধিক প্রার্থী রয়েছেন—কোনো কোনো আসনে ১৫ থেকে ২০ জন পর্যন্ত। সেখান থেকে সবচেয়ে গ্রহণযোগ্য, জনগণের সঙ্গে সম্পৃক্ত ও তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিনিয়র কিছু নেতা বাদ পড়লেও যাতে দলীয় কোন্দল না হয়, সে বিষয়েও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্তে ইতোমধ্যে পাঁচ দফা জরিপ সম্পন্ন করেছে বিএনপি। ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই জরিপগুলো আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করছেন তারেক রহমান।স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “প্রার্থী চূড়ান্ত হয়নি, তবে প্রক্রিয়া চলছে। কখন ও কীভাবে প্রার্থীদের নাম জানানো হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।”সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। সেপ্টেম্বরে শরিক দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চাওয়ার পর এখন আলোচনা চলছে। সূত্র জানায়, অধিকাংশ শরিক দলই তালিকা জমা দিয়েছে, কেবল দু-একটি দল এখনো চূড়ান্ত করেনি।সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে শরিকদের জন্য প্রায় ৫০টি আসন ছাড়ার প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আসনসংখ্যা চূড়ান্ত হবে দর-কষাকষির মাধ্যমে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রত্যেক আসনেই বিএনপির একাধিক যোগ্য প্রার্থী আছে। অনেক আসনে ১০-১২ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।”একই বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করতে সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাবকে সমর্থন দিয়েছে বিএনপি’র স্থায়ী কমিটি।নেতারা মনে করেন, সংবিধানে গণভোট আয়োজনের বাধা এখন আর নেই। সরকার চাইলে অধ্যাদেশ বা নির্বাচনী আইনে সংশোধন এনে নির্বাচন কমিশনকে একই দিনে গণভোটের ক্ষমতা দিতে পারে। এতে সময় ও অর্থ—উভয়ের সাশ্রয় হবে বলে মত দিয়েছেন তারা।তবে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে আলাদা গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে কমিটিতে আলোচনা হয়। বিএনপি নেতারা মনে করেন, পৃথক গণভোট আয়োজনের ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার ঝুঁকি তৈরি হবে এবং জনগণ বিভ্রান্ত হতে পারে।ভোরের আকাশ//হর
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হওয়ায় তারা সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারিয়েছেন।আইন সংশোধনের মাধ্যমে নতুনভাবে সংযোজিত বিধান অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কিংবা থাকা—দুই ক্ষেত্রেই অযোগ্য বিবেচিত হবেন।সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের অভিযোগের মুখোমুখি কোনো ব্যক্তি স্থানীয় সরকার সংস্থার সদস্য, চেয়ারম্যান, মেয়র, প্রশাসক বা কমিশনার পদেও নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। একইভাবে তিনি প্রজাতন্ত্রের কোনো চাকরিতে বা সরকারি দায়িত্বেও নিয়োগ পাওয়ার অযোগ্য হবেন।তবে কেউ যদি ট্রাইব্যুনালে অব্যাহতি বা খালাস পান, সেক্ষেত্রে এই বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণের আইনি পথ কার্যত বন্ধ হয়ে গেছে।ভোরের আকাশ//হর
জাতীয় সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের শিক্ষক সমাজকে এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই সমাবেশে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি তোলা হয়।ফখরুল বলেন, “আজ একটি গভীর ষড়যন্ত্র চলছে—যাতে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করা যায়। কেউ যেন সেই সুযোগ নিতে না পারে, সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে।”তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমাদের পথও একটাই, আর তা হলো সেই বাংলাদেশ নির্মাণের পথ।”বিএনপি মহাসচিব জানান, শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়নের বিষয়গুলো দলের ৩১ দফা কর্মসূচিতেও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও আদর্শে গড়ে তুলুন, যেন তারা সত্যিকার অর্থেই আধুনিক ও মানবিক সমাজ নির্মাণে ভূমিকা রাখতে পারে।”সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতা ও দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।ভোরের আকাশ//হর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে আরো জানানো হয়েছে, বৈঠকে জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়। এই প্রেক্ষাপটে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি দিয়ে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানানো হয়।বৈঠকে আরো বলা হয়, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তাই আমরা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।এ লক্ষ্যে পূর্বঘোষিত ৫-দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।পরিশেষে বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।ভোরের আকাশ/এসএইচ