অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৩:৪০ পিএম
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান সারজিস আলম
জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি করপোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, এ ধরনের নির্বাচন কয়েকটি দিক থেকে দেশের জন্য উপকারী হবে।
সোমবার (১৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন এবং স্থানীয় নির্বাচন আয়োজনের তিনটি মূল উপকারিতার কথা উল্লেখ করেন।
সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বিএনপির ইশরাক হোসেনের মতো যোগ্য প্রার্থীরা তুলনামূলক লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এতে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব হবে।
তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধির অনুপস্থিতিতে জনগণের সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় নির্বাচন হলে সেই সেবা কার্যক্রম পুনরায় সচল হবে।
দ্বিতীয় উপকারিতা হিসেবে সারজিস উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের জন্য একটি লিটমাস টেস্ট হিসেবে কাজ করবে। এতে এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কতটা নিরপেক্ষ ও দক্ষভাবে কাজ করছে তা মূল্যায়ন করা সম্ভব হবে। ফলে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা যাবে, যা সরাসরি জাতীয় নির্বাচনে সম্ভব নাও হতে পারে।
তৃতীয়ত, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত ‘মাই ম্যান’ নয়, বরং প্রকৃত জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এতে চাঁদাবাজ, তেলবাজ বা ক্ষমতার অপব্যবহারকারীরা জনপ্রতিনিধির চেয়ারে বসতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন।
সারজিস আরও বলেন, বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দলটির জনপ্রিয়তার ভিত্তিতে অনেক নেতারই নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। তবে স্থানীয় নির্বাচনের মাধ্যমে সবচেয়ে গ্রহণযোগ্য নেতারাই বেছে নেওয়া সম্ভব হবে।
পোস্টের শেষে তিনি স্পষ্ট করে দেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের এই দাবি যেন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা না করা হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ আগেই নির্ধারণ করে দেওয়ার কথাও বলেন তিনি।
ভোরের আকাশ//হ.র