× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চা-শ্রমিক শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৭:৪২ এএম

‘চা-শ্রমিক শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার’

‘চা-শ্রমিক শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। চা শ্রমিকরা শিক্ষা ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তারা কঠোর পরিশ্রম করে। দিন আনে দিন খায়। তাদের বাচ্চাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। চা শ্রমিকদের উদ্দেশে বলতে চাই- আপনার ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এ দেশের মালিক।

রোববার (২৫ মে) মৌলভীবাজারের সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় জামায়াতের আয়োজনে মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর এসব কথা বলেন।

চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা-শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এহছানুল হক যুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমীর সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ড. শফিকুর রহমান আরো বলেন, একটা জায়গায় আমরা পিছিয়ে আছি। মানুষ গড়ার জন্য যে শিক্ষা প্রয়োজন সে শিক্ষা আমাদের দেশে নেই। সমাজে ধর্মের ভাগাভাগিতে আমরা বিশ্বাস করিনা। আমার ধর্মকে যথেষ্ট আবেগ দিয়ে ভালোবাসি, ঠিক একইভাবে অন্য ধর্মকে ভালোবাসবো।

ড. শফিকুর রহমান যুবকদের প্রতি অনুরোধে করে বলেন, সমাজ বদলাতে হলে তোমাদের হাত লাগবে। তোমাদের হাত ছাড়া দুনিয়ায় কোন সমাজ বদলায় নি।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট অন্যজন দিয়ে এসেছে।

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবিক করিডর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।

এছাড়াও বহুল পরিচিত স্থান হিসাবে ব্রিটিশ আমলের এয়ার ঘাটি, সারাদেশের মধ্যে পরিচিত শমশেরনগর। শমশেরনগরে সকল ট্রেনের স্টপেজ প্রয়োজন বলে মন্তব্য করেন। সভায় স্থানীয় জামায়াত নেতা আয়ুব আলী, নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি গ্রেফতার

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি গ্রেফতার

 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

 সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

 জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

 তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

সংশ্লিষ্ট

জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে চলছে বিভ্রান্তিকর প্রচারণা: এনসিপি

জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে চলছে বিভ্রান্তিকর প্রচারণা: এনসিপি

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নির্বাচনের তারিখ ঘোষণা হলেই আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে : ড. মঈন

নির্বাচনের তারিখ ঘোষণা হলেই আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে : ড. মঈন

নির্বাচনে বাধা সৃষ্টিকারীর অবস্থান স্বৈরতন্ত্রের পক্ষে: শামসুজ্জামান দুদু

নির্বাচনে বাধা সৃষ্টিকারীর অবস্থান স্বৈরতন্ত্রের পক্ষে: শামসুজ্জামান দুদু