একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি: জয়নুল আবেদীন

একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি: জয়নুল আবেদীন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ ঘন্টা আগে

আপডেট : ১৬ ঘন্টা আগে

একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি: জয়নুল আবেদীন

একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি: জয়নুল আবেদীন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বলেছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শনিবার (৩ মে) দুপুরে সিলেট জজ কোর্টের ২নং বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিলেট জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ তাদের মালিকানা বুঝে নিতে রাজপথে নামতে বাধ্য হবে। ড. ইউনুস সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই ইউনুস সরকার সফল হোক, যদি না তারা নিজেরাই নিজেদের কাজে ব্যর্থ হয়।’

মতবিনিময় সভা সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম। প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব কায়সার কামাল।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, সহিদুজ্জামান ও কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কে আর পাঠান ও মোস্তাফিজুর রহমান।

এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী এ টি এম ফয়েজ উদ্দিন, জেলা জজকোর্টের পিপি আশিকুর রহমান, মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী, আইনজীবী মুমিনুল ইসলাম, মসরুর চৌধুরী, সাঈদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।   

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

উচ্ছ্বাস-উদ্দীপনায় নেতাকর্মীরা

উচ্ছ্বাস-উদ্দীপনায় নেতাকর্মীরা

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি: জয়নুল আবেদীন

একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি: জয়নুল আবেদীন

মন্তব্য করুন