ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। দলটি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সমমনাদের সঙ্গে আসন বণ্টন ও সমন্বয়ের কাজ শেষ করতে চাইছে। চলতি মাসের মধ্যেই এই আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
সূত্র জানায়, সেপ্টেম্বরে বিএনপি সমমনাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা চেয়েছে। দুই-তিনটি দল ও জোট ছাড়া বেশিরভাগই তালিকা জমা দিয়েছে। তালিকা পাওয়ার পর এসব দল ও জোটের সঙ্গে আসন নিয়ে দর-কষাকষি শুরু হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “প্রত্যেক আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এখন নিয়মিত প্রার্থী বাছাই চলছে, শিগগিরই একক প্রার্থী মাঠে কাজ শুরু করবেন।”
এ সময় বিভিন্ন সমমনা দলের পক্ষ থেকে প্রার্থীর তালিকার তথ্যও প্রকাশিত হয়েছে—
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ১৩ জনের নাম দিয়েছে।
১২ দলীয় জোট ২০ জনের তালিকা বিএনপিকে হস্তান্তর করেছে, তবে জোটের ঐক্য রক্ষার জন্য তা প্রকাশ করা হয়নি।
ন্যাশনাল পিপলস পার্টি ৯ জন প্রার্থী তালিকা দিয়েছে।
এনডিএম ১০ জন প্রার্থীর তালিকা দিয়েছে এবং বিএনপি তাদের দুই আসন ছাড়ার ইঙ্গিত দিয়েছে।
আমজনতার দল ২০ জন প্রার্থী তালিকা জমা দিয়েছে, যদিও বিএনপি শুধুমাত্র ২-৩ জনের নাম চেয়েছে।
অন্যদিকে, গণফোরাম আগামী তিন-চার দিনের মধ্যে প্রার্থী তালিকা দেবে। গণঅধিকার পরিষদও এখনও তালিকা দেয়নি, তবে প্রায় ৩০টি আসন চাইতে পারে। গণতন্ত্র মঞ্চও প্রার্থী তালিকা তৈরি করতে কমিটি গঠন করেছে এবং শীঘ্রই তা বিএনপির সঙ্গে আলোচনা করবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী তালিকা সরাসরি জমা দিচ্ছে না, বরং আলোচনার মাধ্যমে আসন নির্ধারণ করবে।
সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সমমনাদের ৫০টি আসন ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দলের মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোরের আকাশ//হর
সংশ্লিষ্ট
দীর্ঘ প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন।বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান। সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, খালেদা জিয়া স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় দীর্ঘদিন জনসম্মুখে উপস্থিত হননি। ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে সর্বশেষ তিনি স্বামীর সমাধিতে গিয়েছিলেন।এদিনের এই সফরকে বিএনপি নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন। ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো কোনো পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাইরে বেরোলেন খালেদা জিয়া।ভোরের আকাশ//হ.র
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক—বিশেষ করে গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে উভয় পক্ষ দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।ভোরের আকাশ/এসএইচ
পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল এবং রোববার (১২ অক্টোবর) সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলটি।বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে এসব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে- তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।তিনি বলেন, দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে। দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।ভোরের আকাশ/এসএইচ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রখ্যাত আলোকচিত্র সাংবাদিক শহিদুল আলমকে ইসরায়েল কর্তৃপক্ষের আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।বুধবার (৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রিজভী এসব কথা বলেন।অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শহিদুল আলম গাজায় যুদ্ধবিধ্বস্ত ও অসহায় ফিলিস্তিনিদের সহায়তা করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন। এমন মানবিক উদ্যোগে অংশ নিতে গিয়ে তাকে আটক করা অত্যন্ত দুঃখজনক।রিজভী বলেন, শহিদুল আলম নিজের জীবনের পরোয়া না করে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে গিয়েছেন। এমন সাহসী পদক্ষেপে তিনি প্রমাণ করেছেন, বাংলাদেশিরা মানবতার পক্ষে দাঁড়াতে পিছপা নয়। তিনি শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সাহসী বীর।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শিক্ষণীয় দিক রয়েছে। তিনি কারও বিরুদ্ধে অশোভন বক্তব্য দেননি। রাজনীতি মানে কাউকে ছোট করা নয়, রাজনীতিতে আদর্শ ও ভদ্রতা থাকা উচিত। কিন্তু শেখ হাসিনার আমলে রাজনৈতিক শিষ্টাচার একেবারে বিলুপ্ত হয়ে গেছে।আওয়ামী শাসনে ড্যাব নেতাদের হয়রানি-প্রসঙ্গ রিজভী বলেন, আওয়ামী লীগের শাসনামলে ড্যাব নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, বিদেশ গমন থেকে বঞ্চিত হয়েছেন, এমনকি তাদের পদন্নোতি বন্ধ করে দেওয়া হয়েছে।তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের দমন করতে জুনিয়রদের দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলে মেধা ও দক্ষতা ধ্বংসের দিকে গেছে।স্বাস্থ্যখাতে বিএনপির পরিকল্পনা প্রসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা তুলে ধরে রিজভী বলেন, বেসরকারি একটি জরিপে দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় ৪০ লাখ রোগী হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। ৭০ শতাংশ সাধারণ মানুষ অক্সিজেন সেবা থেকে বঞ্চিত।তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ড্যাবের পরামর্শ নিয়ে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে এবং চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।সভায় ড্যাবের নবনির্বাচিত সভাপতি ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোন, সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রফেসর আবুল কেনাল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. মেহেদী হাসান, ডা. জাহিদুল কবির, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মাসুদুল ইসলাম জিতু, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. রুস্তম আলী মধু, ডা. নিলুফার ইয়াসমিন প্রমুখ।এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে মিডিয়া বিষয়ক বিভিন্ন আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবুর রহমান শামীম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সৈয়দ শাহীন শওকত, অনিন্দ্র ইসলাম অমিত, শরীফুল আলম, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসর রহমান, আব্দুল খালেক, মিফতাব উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক আমিনুল ইসলামসহ আরও অনেকে।বৈঠকে সাংগঠনিক নির্দেশনা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।ভোরের আকাশ/এসএইচ