নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ১২:০২ এএম
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ হলেও জবাবদিহিমূলক নয়। নির্বাচন না হওয়ায় রাষ্ট্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার প্রস্তাব নিয়ে কালক্ষেপণ করছে এবং উপদেষ্টারা জনবিচ্ছিন্ন। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না দিলে তা স্বৈরাচারে রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রেকর্ডকৃত বক্তব্যও প্রচার করা হয় এবং একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
ভোরের আকাশ//হ.র