ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ১২:১৭ এএম
এনসিপির সংবাদ সম্মেলন ডেকেছে শনিবার
সমসাময়িক রাজনৈতিক টানাপড়েন ও আলোচিত এক-এগারো প্রসঙ্গ ঘিরে শনিবার (২৪ মে) সংবাদ সম্মেলনের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এই তথ্য জানান।
তিনি বলেন, “শনিবার দুপুর ১২টায় বাংলামোটরে পার্টির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।”
এর আগে, শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “দেশে গণতান্ত্রিক রূপান্তর রোধে আবারও এক-এগারোর মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও দাবি করেন, “দিল্লির ছকে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর ষড়যন্ত্র আরও গভীর হয়েছে।”
নাহিদ ইসলাম তার পোস্টে জুলাই গণহত্যার বিচার শুরুর দাবি তোলার পাশাপাশি একটি ‘জুলাই সনদ’ ঘোষণা ও নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা প্রকাশের আহ্বান জানান।
তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক সেনা সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
এনসিপির এই অবস্থান এবং সংবাদ সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/হ.র