নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৫:৩০ পিএম
আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী
আওয়ামী লীগের দুঃশাসন পছন্দ করেননি এমন যারা আগেই দল থেকে বের হয়ে এসেছেন এমন ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা এক সময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার- এগুলো পছন্দ করেননি। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা দলে আসতে পারবেন না কেন? এছাড়াও আমরা চাচ্ছি সমাজের ফ্রেশ মানুষ, তিনি যেকোনো শ্রেণি-পেশার হতে পারেন বিএনপিতে যোগ দিতে পারবেন।
তিনি আরও বলেন, এবার বিএনপির প্রাথমিক সদস্য হতে হলে আগে প্রাথমিক সদস্য ফরম নিতে হবে এবং রশিদ কাটতে হবে। এভাবেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে সদস্য পদ দেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ