ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৮:৪৪ পিএম
‘বাংলাদেশ আমজনগণ পার্টি’র নিবন্ধনের আবেদন
‘এসো একসাথে মোরা দেশ গড়ি’ স্লোগানকে ধারণ করে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)।
রাজনৈতিক দল হিসেবে ইসির সব শর্তপূরণ করে দলটি আবেদনপত্র জমা দিয়েছে সহস্রাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে।
রোববার (২২ জুন) দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও ফাতিমা তাসনিমসহ কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের ইসি কার্যালয়ে উপস্থিত থাকতে দেখা গেছে।
এ সময় আমজনগণ পার্টির আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নতুন দল নিবন্ধন পেতে ইসি যে শর্ত দিয়েছে ইতোমধ্যে আমরা সব শর্ত পূরণ করেছি। ইসির শর্তপূরণ করতে জেলা ও উপজেলা কমিটি করতে গিয়ে আমরা সারাদেশে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ পেয়েছি।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে, তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আমজনগণ পাটি।
এর আগে দলের মহাসচিব ফাতিমা তাসনিম জুলাই-আগস্ট শীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে ফ্যাসিস্ট সরকারকে উৎক্ষাত করে যে সরকার এসেছে, আমরা বিশ্বাস করি এ সরকার রাজনৈতিক বান্ধব সরকার। কাজেই এ সরকার বাংলাদেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার দল বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দিয়ে সঠিক রাজনৈতিক চর্চা করার সুযোগ দিবে।
বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতীকের জন্য ঘন্টা, কলম এবং আনারস চাওয়া প্রতীক চাওয়া হয়েছে বলে জানান দলটির যোগাযোগ ও মিডিয়া বিষয়ক উপ-কমিটির প্রধান।
মুক্তিযুদ্ধ ও জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ। প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বভৌমত্ব বজায় রাখা, আইনের সু-শাসন, সবার জন্য শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন- এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ সৃষ্টি প্রদান করাই হবে বাংলাদেশ আমজনগণ পার্টির মূল ভিত্তি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে ড. মোহাম্মদ রফিকুল আমীন আহ্বায়ক ও ফাতিমা তাসনিমকে সদস্য সচিব করে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে দলের নাম সংশোধন করে গত ৭ মে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করা হয়।
ভোরের আকাশ/জাআ