নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১১:৩৭ পিএম
“হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে”: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর ‘জঙ্গি কায়দায়’ হামলার অভিযোগ তুলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি ছিল হত্যার উদ্দেশ্যেই পরিচালিত একটি পূর্বপরিকল্পিত হামলা। বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, "সারা দেশে মাসব্যাপী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জ সফরে যাওয়া হয়েছিল। প্রশাসনকে অবহিত করেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর সেখানে যাওয়া হয়। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মুজিববাদী চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।"
তিনি আরও দাবি করেন, "গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে এনসিপি দেখিয়ে দিয়েছে যে, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলও কর্মসূচি পালনে সক্ষম। এ কারণেই আমাদের লক্ষ্য করে বারবার হামলা চালানো হয়। সমাবেশের আগে ও পরে একাধিক দফায় হামলা হয়েছে—যা স্পষ্টতই পূর্ব পরিকল্পিত।"
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, "তাদের সহায়তায় আমরা নিরাপদে খুলনায় পৌঁছাতে সক্ষম হই। তবে আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক হলে এই হামলা প্রতিরোধ করা সম্ভব হতো।"
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি জানান, গোপালগঞ্জের ঘটনায় সারা দেশের পূর্বঘোষিত কর্মসূচি আগের মতোই চলবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও সারোয়ার তুষার প্রমুখ।
ভোরের আকাশ//হ.র