গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ০৪:৩২ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধা জেলা নারী বিভাগের আয়োজনে তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হেযবুত তাওহীদ গাইবান্ধা জেলা নারী বিষয়ক সাধারণ সম্পাদক রুবিনা আক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেযবুত তাওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, হেযবুত তাওহীদের ঢাকা বিভাগের নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, হেযবুত তাওহীদের রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক উম্মে আলি ইসলাম, হেযবুত তাওহীদের গাইবান্ধা জেলা নারী বিষয়ক সভাপতি রহিমা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসলাম নারীদের সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কেবল নারী নয়, সকল মানুষের সমঅধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। তারা নারীর শিক্ষার অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ