নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১২:৫৩ এএম
ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার, ১৬ মে থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ওইদিন থেকে ২৯ মে পর্যন্ত যাত্রার টিকিট অগ্রিমভাবে কেনা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এক সংবাদ সম্মেলনে জানান, “বাস মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন ১৬ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করবেন। যাত্রীরা একই সঙ্গে অনলাইন এবং বাস কাউন্টার—উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন।”
তিনি আরও জানান, কিছু পরিবহন সংস্থা এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট বিক্রি করবে। ফলে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহের সুবিধা পাবেন।
ভাড়ার বিষয়ে তিনি বলেন, “বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারেই টিকিট বিক্রি হবে। বাড়তি ভাড়া আদায় করা যাবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে যাত্রীদের অগ্রিম টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছেন পরিবহন মালিকরা।
ভোরের আকাশ//হ.র