নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩২ এএম
দুর্গোৎসব: মহাষষ্ঠীর বরণ শেষ, আজ মহাসপ্তমী পূজা
ঢাক, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে রবিবার রাজধানীসহ দেশের মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে মহাষষ্ঠীর বরণ। ভক্তরা দেবী দুর্গাকে আরাধনা করে শুরু করেছেন শারদীয় দুর্গোৎসব।
আজ সোমবার মহাসপ্তমী পূজা। সকালে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও স্থাপনসহ সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। সনাতনী শাস্ত্র অনুযায়ী ষোড়শ উপাচারে দেবীকে পূজা করা হবে। ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজার অনুষ্ঠানে অংশ নেবেন।
পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী জানিয়েছেন, মহাসপ্তমীতে ‘কল্পারম্ভ’ করা হয়, যার মাধ্যমে দেবীর কাছে পূজার্চনার শুদ্ধ ও সম্পূর্ণ সংকল্প প্রকাশ করা হয়। এ সময় ভক্তরা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠার জন্য দেবীর চরণে প্রার্থনা করেন।
দেবীর সঙ্গে এই সময়ে উপস্থিত থাকেন চার সন্তান—গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী, এবং কার্তিকের কলাবউ। ষষ্ঠীতে দেবী বেলগাছের তলায় ঘুমিয়ে থাকেন, বোধনের মাধ্যমে ভক্তরা তাঁর ঘুম ভাঙান। ঢাকেশ্বরী মন্দিরে ভোর থেকেই উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তা তৎপরতা দেখা গেছে।
আজ মহাসপ্তমীর অন্যতম অনুষ্ঠান হলো নবপত্রিকা স্থাপন। এটি ৯ প্রজাতির উদ্ভিদের সমন্বয়ে তৈরি, যেগুলোকে দেবীর ৯টি বিশেষ রূপের প্রতীক হিসেবে পূজিত করা হয়। নবপত্রিকা স্থাপনের পর দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে দেবীকে মহাস্নান করানো হবে।
মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী ও কুমারী পূজা। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
ভোরের আকাশ//হ.র