আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৯:১৩ পিএম
যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে পাকিস্তানের হামলা
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর এক্সে দেওয়া পোস্ট ও ভিডিওর বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। এর ফলে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘এটা আবার কী হলো? শ্রীনগরের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধবিরতির কী হলো?’ এর কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা ড্রোন শনাক্তকারী ট্রেসার ফায়ারের ভিডিও পোস্ট করেন।
এমনকি মুখ্যমন্ত্রী নিজেই একটি আপডেট ভিডিও দিয়ে লেখেন, ‘এটা কোনো যুদ্ধবিরতি না। শ্রীনগর শহরের এয়ার ডিফেন্স ইউনিটগুলো এখন গুলি ছুঁড়েছে’।
তার এই পোস্ট ও ভিডিও ঘিরে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই পোস্টটি শ্রীনগরে রাতে ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য ঘটনা এবং তার জবাবে ভারতীয় এয়ার ডিফেন্স বাহিনীর প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসআই