× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলগুলো আজ পাচ্ছে খসড়া জুলাই সনদ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১০:২৫ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে আজ জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। ৩১ জুলাইয়ের মধ্যে শেষ হবে কমিশনের চলমান আলোচনা। ১৭টি বিষয়ের মধ্যে সাতটির ঐকমত্য অসমাপ্ত আছে। আর তিনটি বিষয়ে আলোচনা এখনো হয়নি। জাতীয় সনদ সইয়ের জন্য চলমান আলোচনায় একটি দিন বরাদ্দ রাখা হবে। এমন তথ্য দিয়েছে ঐকমত্য কমিশন।

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের আলোকেই ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েক মাস ধরে  এমন ঘোষণা দিয়ে আসছে। কমিশনের হাতে সময় মাত্র চারদিন।  আবার আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খসড়া সনদের ওপর রাজনৈতিক দলগুলোর ‘মতামত’ প্রদানের বিষয়টাও সময়সাপেক্ষ। ফলে জুলাই সনদ ঘোষণার ক্ষেত্রে এখনও সময় ও অনৈক্যের চাপ রয়েই যাচ্ছে।

গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে নানা আপত্তির পাশাপাশি কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। সংবিধানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসেবে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছে বামপন্থি ৪টি রাজনৈতিক দল। দলগুলো হচ্ছে- সিপিবি, বাসদ, বাসদ মার্কবাদী ও বাংলাদেশ জাসদ। তবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্য দলগুলো কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে।

এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সংবিধানের মূলনীতির প্রশ্নে ঐকমত্য হওয়া সম্ভব না। কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণ, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে, তারা সিদ্ধান্ত দেবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে। সেজন্য আমরা আলোচনা করছি, যাতে সম্পূর্ণ করা যায়। কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না।’

বিকল্প প্রস্তাব তুলে ধরে প্রিন্স বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে এভাবে লেখা যেতে পারে। সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার চার মূলনীতির সঙ্গে (৭২ সংবিধান অনুযায়ী, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা) সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা যেতে পারে।’

প্রিন্সের দাবি, নীতিগত বিষয় যদি সংখ্যাগরিষ্ঠতা জোর করে শব্দের মারপ্যাঁচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি আছে, সেটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেটার সঙ্গে আমরা একেবারেই নেই। এরকম অবস্থা যদি চলতে থাকে আমাদের পক্ষে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা নিয়মিত করা সম্ভব হবে না। একইসঙ্গে যে ঐকমত্য গঠনের জন্য দীর্ঘ সময় ধরে একমত হচ্ছি, সেটাও বাধাগ্রস্ত হবে। কমিশনের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন এই নেতা।

কমিশনের প্রস্তাবিত মূলনীতির প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বরং এটাই আমাদের প্রস্তাব।’

গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘মুক্তিযুদ্ধের মূলনীতিগুলো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে।’

তিনি বলেন, ‘সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মতো বিতর্কিত ধারণার পরিবর্তে কমিশন একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সংবিধানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, যা বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ করবে।’

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমরা গত ৪ দিন ধরে আলোচনা করছি। অধিকাংশ রাজনৈতিক দল মনে করে, ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ সমাজতন্ত্র আন্তর্জাতিকভাবে একটা পরিত্যক্ত বিষয় হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিগত ৪ দিনের আলোচনার পর কমিশন আজকে যে প্রস্তাব দিয়েছে, তার প্রতি আমরা সমর্থন দিয়েছি। যদিও আমাদের অনেকের মনের মধ্যে ভিন্নমত আছে, সেটা হলো আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস এই শব্দটা যুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম। তারপর কমিশনের প্রস্তাবে যেহেতু ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি কথা আছে, তাই আমরা ভিন্নমত থেকে সরে এসেছি। তবে, ভবিষ্যৎতে কোনো রাজনৈতিক দল যদি সংবিধান সংশোধনের প্রস্তাব করে এবং সেটা পাস হয়, হয়তো তখন আমরা তার বিরোধিতা করব না।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমাদের দলীয় অবস্থান হচ্ছে পূর্বের (মূলনীতি) সবকিছু বাতিল করা। কমিশনের দেওয়া প্রস্তাবের সঙ্গে আমরা আছি। আমরা পূর্বেকার তর্কে যেতে চাই না।’ 

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল
এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না-এতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এমন তথ্য জানান। তিনি বলেন, জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।

পরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, আমরা একবার বলেছি, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না। আমি বলেছিলাম, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না। আমরা এ হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ-সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব। এর বাইরে বিষয়ে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে। আশা করি, সেটা বিবেচনা করবেন। এখন ১০ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন। বরং এটা আমাদের প্রস্তাব।

এর আগে আলোচনার শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। পরে দলগুলো আলোচনা করে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনে একমত হয়। তবে আইনি কাঠামো নিয়ে আলোচনা করবে।

এ বিষয়ে আলী রীয়াজ বলেন, পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত। গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে, যা পুলিশের জবাবদিহিতা, দায়বদ্ধতা ও জনবান্ধবতা নিশ্চিত করবে।

দলগুলো জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে পাবেন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা আগামীকাল সোমবারের মধ্যে সব কটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার ১৯তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।

সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা-পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।’

আলী রীয়াজ জানান,জাতীয় সনদ সইয়ের জন্য চলমান আলোচনায় একটি দিন বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা শেষ করা হবে। ১০টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। সাতটি বিষয়ে ঐকমত্য অসমাপ্ত আছে। আর তিনটি বিষয়ে আলোচনা এখনো হয়নি।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রোববারের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা: তথ্য উপদেষ্টা

আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা: তথ্য উপদেষ্টা

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

নির্বাচনের আগে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি: আব্দুল্লাহ তাহের

অপূর্ণাঙ্গই থাকছে জুলাই সনদ

অপূর্ণাঙ্গই থাকছে জুলাই সনদ

 শেখ হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদের সাক্ষ্য আজ

শেখ হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদের সাক্ষ্য আজ

 গাজা শান্তি পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস: ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস: ট্রাম্প

 বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

 ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

 ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, দুইটি অবিস্ফোরিত উদ্ধার

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, দুইটি অবিস্ফোরিত উদ্ধার

 পলাতক-খেলাপি শিল্পপতিদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ আসছে

পলাতক-খেলাপি শিল্পপতিদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ আসছে

 বেড়েছে পুরনো জটিল নানা রোগের প্রাদুর্ভাব

বেড়েছে পুরনো জটিল নানা রোগের প্রাদুর্ভাব

 সভাপতির দায়িত্ব পেয়েই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বুলবুল

সভাপতির দায়িত্ব পেয়েই অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বুলবুল

 ‘আবর্জনা আপলোড করা কোনো কাজ হতে পারে না’ — পিয়া জান্নাতুল

‘আবর্জনা আপলোড করা কোনো কাজ হতে পারে না’ — পিয়া জান্নাতুল

 ‘এটা কোনো নির্বাচনই ছিল না’ — তামিম ইকবাল

‘এটা কোনো নির্বাচনই ছিল না’ — তামিম ইকবাল

 চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়েই সফলতা আসে: জেলা প্রশাসক

চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়েই সফলতা আসে: জেলা প্রশাসক

 মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ১৭ জেলে আটক

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ১৭ জেলে আটক

 জয়পুরহাটে এজিএস মহিউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা

জয়পুরহাটে এজিএস মহিউদ্দিন খানকে নাগরিক সংবর্ধনা

 জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

 কেসিসি এলাকায় এক লাখ ৭২ হাজারের বেশি শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

কেসিসি এলাকায় এক লাখ ৭২ হাজারের বেশি শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

 গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

 বেনাপোল সীমান্তে ৯ সোনার বারসহ এক পাচারকারী আটক

বেনাপোল সীমান্তে ৯ সোনার বারসহ এক পাচারকারী আটক

 গজারিয়ায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন, এলাকাবাসীর ধাওয়া

গজারিয়ায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন, এলাকাবাসীর ধাওয়া

সংশ্লিষ্ট

শেখ হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদের সাক্ষ্য আজ

শেখ হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদের সাক্ষ্য আজ

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”