ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৪:৩৩ পিএম
প্রতীকী ছবি
নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারে প্রচারের সুযোগ নিষিদ্ধ হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে।
তিনি বলেন, পোস্টার থাকবে না। ব্যানার, ফেসটুন, লিফলেট আছে। সোস্যাল মিডিয়াতে ছবি ব্যবহার করতে পারবে। বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রচারণার সময় তিন সপ্তাহ থাকবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয়, তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।
এর আগে সকাল সোয়া ১১টায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বে ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ