প্রতীকী ছবি
নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারে প্রচারের সুযোগ নিষিদ্ধ হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে।
তিনি বলেন, পোস্টার থাকবে না। ব্যানার, ফেসটুন, লিফলেট আছে। সোস্যাল মিডিয়াতে ছবি ব্যবহার করতে পারবে। বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রচারণার সময় তিন সপ্তাহ থাকবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয়, তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।
এর আগে সকাল সোয়া ১১টায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বে ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। বর্ষপূর্তি উদযাপনে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করবে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১ জুলাই সারা দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা, জুলাই ক্যালেন্ডার প্রদান, জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা। চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু হবে আজ।জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।জুলাইয়ের প্রথম প্রহরে দলটির নেতাকর্মীরা মোমবাতি হাতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এর মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলো সংগঠনটি। পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করবে সংগঠনটি।বিএনপি ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে। অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। সভার শিরোনাম ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।বিএনপি আশা করছে, এই কর্মসূচিগুলো জনমানুষের অংশগ্রহণে সফল ও স্মরণীয় হয়ে উঠবে এবং দেশে একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথে নতুন মাত্রা যোগ করবে। এ ছাড়া, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, জনসচেতনতামূলক কার্যক্রম ও ছাত্র সমাবেশসহ বেশ কিছু আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএনপির।গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় গণসংযোগ, প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। দলের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন।আজ সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা এবং বিকেল ৪টায় রংপুর সদরে পথসভা করবে দলটি।এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে। সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলবো, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনবো। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি।তিনি বলেন, এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা।গত শনিবার দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াগোলাম পরওয়ার। গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য আজ দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টন কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে।সোমবার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ)। এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার (২০১৮-২০২৪)’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম, শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে আজ বেলা পৌনে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে। এ ছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী গণসংযোগসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।ভোরের আকাশ/জাআ
আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।মার্কো রুবিও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের জন্য সহায়তা। খবর বাসস ও ইউএনবির।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়েছে। এই আলোচনা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার সম্পর্কের প্রতিফলন ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ফোনালাপ করেছেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের শীর্ষ উৎস। এ পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে। দুই নেতা ভূরাজনৈতিক ইস্যুতেও মতবিনিময় করেন, যার মধ্যে ছিল স্থিতিশীল ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক।গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে। নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে, যা পূর্ববর্তী সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। আমাদের তরুণরা এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে আমন্ত্রণ জানান, যাতে তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয় প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন, এমন সফর আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।অধ্যাপক ইউনূস জানান, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।ফোনালাপের খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে :মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, দুই নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফোনালাপের খবর দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদ ছিল। এর মধ্যে ১ হাজার ৬৯০টি পদে যোগ্য প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২০টি পদ খালি থেকে গেছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা ক্যাডার পদে মনোনয়ন পাননি, তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধি অনুযায়ী পর্যায়ক্রমে শূন্যপদের বিপরীতে মেধাক্রম অনুসারে নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)।ভোরের আকাশ//হ.র
প্রশাসনে অনেকদিন ধরেই ঝুলে আছে উপসচিব পদে পদোন্নতি। এ বিষয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিক বৈঠক করে ফাইল ফেরত পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য। কেননা, সেখানে বেশির ভাগ কর্মকর্তা গত আওয়ামী লীগ সরকারের সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দায়িত্বে থাকাকালীন রাতের ভোটের কারিগর হিসেবে কাজ করছেন।এছাড়াও অনেকে আওয়ামী সুবিধাভোগী হিসেবে চিহ্নিত বলে সন্দেহ পোষণ করছে এসএসবির সদস্যরা। ফলে আবারও ঝুলে যাচ্ছে ৩০ ব্যাচের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি। তবে নিজেদের পদোন্নতি ভাগিয়ে নিতে জোর তদবির করছেন বিতর্কিত কিছু কর্মকর্তা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বৈঠকে আলোচনা সাপেক্ষে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, ২০২৪ সালের ১৮ জানুয়ারি উপসচিব পদে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য চেয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিযোগ্য ২৯১ জনের মধ্যে ‘নেতিবাচক’ তথ্য পাওয়া গেছে মাত্র ৫৬ জন কর্মকর্তার। বাকি ২৩৫ জনের বিষয়ে ইতিবাচক তথ্যে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে। এমন তথ্যে প্রশ্ন তুলেছেন সরকারের কর্তাব্যক্তিরা। তাদের দাবি, ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তার তথ্য যাচাই করেছেন ওই আমলেই নিয়োগ পাওয়া গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ কারণেই হয়তো তথ্যের এই হাল! তাই পদোন্নতিযোগ্য এসব কর্মকর্তার নতুন করে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত দিয়েছেন কর্তাব্যক্তিরা। নতুন তথ্য পাওয়ার পর পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপারিশকারী সংস্থা ‘সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)’। জনপ্রশাসন মন্ত্রণালয়েল এপিডি উইং সূত্রে জানা যায়, ৩০তম ব্যাচের তালিকা প্রস্তুত করে এসএসবির বৈঠকও হয়েছে। তবে সেখানে বেশির ভাগ কর্মকর্তা গত আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী থাকতে পারে বলে সন্দেহ পোষণ করে এসএসবি। ফলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুনরায় প্রত্যেকের ব্যাপারে যাচাই-বাছাইয়ের জন্য ফাইল ফেরত পাঠানো হয়। যাচাই-বাছাই শেষ হলে এসএসবি আবার বৈঠক করবে। জানা গেছে, প্রশাসনে ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ ১ হাজার ৪২৮টি। জনপ্রশাসনের সরকারি কর্মচারী বাতায়নের (জেমস) তথ্য অনুসারে উপসচিব পদে কর্মরত আছেন ১ হাজার ৪০৩ জন। ৩০তম ব্যাচের ২৭৭ জন আর বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২৫ জন অন্তর্ভুক্ত হয়েছেন এই ব্যাচে। ফলে পদোন্নতি যোগ্য ২৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি অন্য ক্যাডার থেকেও উপসচিব পদোন্নতির জন্য ২ শতাধিক কর্মকর্তা রয়েছেন। উপসচিব পদে পদোন্নতি বিধিমালা অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব পদে পাঁচ বছর চাকরিসহ কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। ৩০তম ব্যাচের কর্মকর্তাদের মতে, তাদের চাকরি ইতিমধ্যে ১৩ বছর হয়েছে। আরো জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে ২০১২ সালের ৩ জুন সরকারি চাকরিতে যোগ দেন বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তারা। সে হিসেবে তাদের উপসচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হয় ২০২২ সালের ৩ জুন। নানা কারণে এর দুই বছর পর ২০২৪ সালের ১৮ জানুয়ারি উপসচিব পদে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য চেয়ে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এতে মন্ত্রিপরিষদসচিব, মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবসহ এসএসবিতে বড় পরিবর্তন আসে। চাপ বাড়ে আওয়ামী আমলে বঞ্চিত বিএনপি-জামায়াত সমর্থক কর্মকর্তাদের পদোন্নতির। পর্যায়ক্রমে আগের বঞ্চিত বিভিন্ন স্তরের প্রায় ৭০০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। পর্যালোচনা কমিটি গঠন করে তাদের সুপারিশে আওয়ামী আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং বছরের পর বছর ওএসডি থাকা ৭৬৪ জন কর্মকর্তাকে আর্থিক ক্ষতিপূরণসহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে উপসচিব পদে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তথ্য আসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এতে দেখা যায়, নিয়মিত হিসেবে ৩০তম ব্যাচের ২৯১ জন কর্মকর্তার মধ্যে ৫৬ জনের বিষয়ে ‘নেতিবাচক’ তথ্য পাওয়া গেছে গোয়েন্দা প্রতিবেদনে। যা অনেকটা নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জনপ্রশাসনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, উপসচিব পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের ৩১৭ জন এবং অন্যান্য ক্যাডারের ২০৮ জন কর্মকর্তাকে বিবেচনায় নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার তথ্য পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি সপ্তাহে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিসিএস ৩০তম প্রশাসন ক্যাডারে ২৭৭ জন কর্মকর্তাকে ২০১২ সালে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। এই কর্মকর্তাদের বেশিরভাগই রাতের ভোটের কারিগর। ২০১৮ নির্বাচনে সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করে রাতেই ভোট সম্পন্ন করেন। ছাত্রজনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা পালিয়ে গেলে এই কর্মকর্তারাই ভোল পাল্টিয়ে নিজেদের বঞ্চিত দাবি করতে শুরু করে। রাতের ভোটে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রাইজ পোস্টিং নিয়ে এবার তারা উপসচিব পদোন্নতির জন্য তোড়জোর চালাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরতদের সাথে নিয়ে দল বেধে এসএসবির সদস্যদের ম্যানেজের চেষ্টা করছেন। উপসচিব পদোন্নতির জন্য দল বেধে সচিব এবং উপদেষ্টাদের কাছে তদবির এর কাজের নেতৃত্ব দিচ্ছেন ৩০ ব্যাচের মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নিকারুজ্জামান। তারা বাবা ওয়াহিদুজ্জামান চৌধুরী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার আপন ছোটভাই তানভীর চৌধুরী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক। রাতের ভোটে এই কর্মকর্তা কক্সবাজারের উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন। পদোন্নতির তদবিরে নেতৃত্ব দিচ্ছেন আরেক আওয়ামীপন্থি কর্মকর্তা বারীউল করিম খান। এই কর্মকর্তা শেখ হাসিনার শাসনামলে জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দীন চৌধুরীর একান্ত সচিব ছিলেন। ৫ আগস্টের পর তাকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হলে তিনি সেখানে যোগদানও করেন। এরপর নতুন নিয়োগ পাওয়া জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে ম্যানেজ করে তার একান্ত সচিব হিসেবে থেকে যান। পরবর্তীতে সমালোচার মুখে মোখলেসুর রহমান তাকে সরিয়ে দিলে তারই ব্যাচমেট নুর এ আলমকে একান্ত সচিব হিসেবে নিয়ে আসেন। আওয়ামী সুবিধাভোগী বারীউল করিম খান এর আগে পরিকল্পনা কমিশনের সদস্য, স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। ২০২১ সালে তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘যে স্বপ্ন নিয়ে বাংলার মানুষকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই সোনার বাংলা গড়ে তুলেছে আমরা তিলে তিলে’। সিলেটের কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ করতে সেখানে ১৪৪ ধারা জারি করেছিলেন এই কর্মকর্তা। পদোন্নতির তদবিরে রাতের ভোটের যে সকল কারিগর রয়েছেন তারা হলেন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী হাফিজুল আমিন। তিনি শেখ হাসিনার সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এর ঘনিষ্ঠজন হিসেবে ঢাকা জেলার এডিসি, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ইউএনও পদায়ন ছিলেন এই কর্মকর্তা। ৫ আগস্টের কয়েকদিন আগে মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করলেও ৫ আগস্টের পর ভোল পাল্টে স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কাজ শুরু করেন। পরে এই কর্মকর্তা বেরিয়ে এলে তড়িঘড়ি করে তাকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ নির্বাচনে মানিকগঞ্জ জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুল আমীন। ফরিদপুরের নগরকান্দার রাতের ভোটের কারিগর ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক বদরুদ্দোজা শুভ। এই কর্মকর্তা ৫ আগস্টের পর কোন ভোট ছাড়াই ব্যাচের সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল আলম ছিলেন তথ্য সচিবের একান্ত সচিব। ২০১৪ সালের নির্বাচনে কাজ করেছেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে। প্লট বরাদ্দে দুর্নীতির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়ানো পুরবী গোলদার ছিলেন ফরিদপুর সদর উপজেলার রাতের ভোটের কারিগর। ২০২৪ সালের নির্বাচনেও এই কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোল পাল্টিয়ে এই কর্মকর্তা ৫ আগস্টের পর ব্যাচের গঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রীর একান্ত সচিব নকিব তরফদার ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রাতের ভোটের কারিগর। জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া রাতের ভোটে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। তেজগাঁও রাজস্ব সার্কেলের এসিল্যান্ড, ঢাকার এডিসি এলএ থাকাকালী দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএস থাকাকালীন তিনি ব্যাচের কর্মকর্তাদের সরকারবিরোধী ট্যাগ দিয়ে হয়রানি করতেন বলে জানা গেছে। চট্রগ্রামের পটিয়া উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন দুর্নীতি দমন কমিশনরে উপপরিচালক হাবিবুল হাসান। আওয়ামী সুবিধাভোগী হওয়ায় রাষ্ট্রপতির কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ শামসুল তাবরীজ ওরফে সনেট তাবরীজ ছিলেন চটগ্রামের কর্ণফুলী উপজেলার রাতের ভোটের কারিগর। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের প্রথম সচিব সাব্বির আহমেদ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন আল ইমরান রুহুল ইসলাম। এরপর তাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। হবিগঞ্জের একটি উপজেলা আওয়ামী লীগের জামাই এই কর্মকর্তার তার ফেসবুকে ধর্মবিরোধী নানা পোস্ট করতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন পঙ্কজ বড়ুয়া। সে সময় তিনি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরীকে এমপি নির্বাচিত করতে মুখ্য ভূমিকা পালন করেন। ২০২২ সালে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নোয়াখালী জেলায় পদায়ন হওয়ার পরও সেখানে যোগদান না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঐ আদেশ বাতিল করে নিজ পছন্দে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পোস্টিং নেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সত্যজিত রায় দাশ। এই কর্মকর্তার ভাই বিশ্বজিত রায় দাশ খাগড়াছড়ি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ এর নির্বাচনে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।পাবনার সুজানগর উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে নদী রক্ষা কমিশনের উপপরিচালক আবদুল্লাহ আল জাকী। এই কর্মকর্তা এর আগে নরসিংদীর এডিসি, গাজীপুর সদরের ইউএনও এবং নারায়ণগঞ্জ সদরের এসিল্যান্ড হিসেবে কাজ করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাতের ভোটের কারিগর। এছাড়াও এই কর্মকর্তা নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং সোনারগাঁও উপজেলার এসিল্যান্ড হিসেবে কাজ করেছেন। ডাল ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান। এই কর্মকর্তা এর আগে কেরানিগঞ্জের এসিল্যান্ড, বিতর্কিত ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল সদরের সহকারী রিটানিং অফিসার, সাভারের ইউএনও এবং স্থানীয় সরকার বিভাগের মত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. হুমায়ুন কবির ছিলেন নরসিংদীর শিবপুরের রাতের ভোটের কারিগর। তৎকালীন ওএসডি হওয়া জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর ক্যাশিয়ার খ্যাত এই কর্মকর্তা গাজীপুরের এডিসি, মুন্সিগঞ্জের লৌহজংয়ের ইউএনও, নরসিংদীর রায়পুরার এসিল্যান্ড এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান। গোপালগঞ্জের কোটালিপাড়ার রাতের ভোটের কারিগর এই কর্মকর্তা নারায়ণগঞ্জের এডিসি, নারায়ণগঞ্জের রুপগঞ্জের এসিল্যান্ড হিসেব কাজ করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহা কাজ করেছেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। খুলনার কয়রা উপজেলার রাতের ভোটের এই কর্মকর্তা এর আগে নড়াইল সদর উপজেলার এসিল্যান্ড হিসেব কাজ করেছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ এর আগে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি চাদপুরের মতলব ও কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন। ২০২৪ এর নির্বাচনে রাজবাড়ী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন।জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সহকারী সচিব ও বর্তমানে রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপপরিচালক শফিকুল ইসলাম। এই কর্মকর্তা আগে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং ২০১৮ এর বির্তকিত নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার সহকারী রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দীন সারোয়ার এখনও বহাল তবিয়তে রয়েছেন। এর আগে তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর আইন কর্মকর্তা ও বর্তমানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাজহারুল ইসলাম। এই কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর আইন কর্মকর্তা হিসেবে চার বছর র্যাবের বিভিন্ন অপকর্মের বৈধতা দিয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরের রাতের ভোটের কারিগর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব বিকাশ বিশ্বাস। চার বছরের বেশি সময় ধরে একই বিভাগে কর্মরত আছেন তিনি। ধনঞ্জয় কুমার দাশের বিশ্বস্ত এ কর্মকর্তা ২০২১ সালের ১০ জানুয়ারি এই পদে যোগ দেন।অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব দেবাংশু কুমার সিংহ মাঠ প্রশাসনে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে গোপালগঞ্জের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। বরিশালের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর ভাগ্নে পরিচয়ে দাপটের সাথে চাকুরি করেছেন। তিনি ছিলেন ঢাকার লালবাগ সার্কেল এবং নরসিংদীর পলাশ উপজেলার এসিল্যান্ড। ইউএনও হিসেবে চাকুরি করেছেন ঢাকার কেরানীগঞ্জ এবং টাঙ্গাইলের কালীহাতি উপজেলায়। রাজউকের উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মত লোভনীয় জায়গায় কাজ করেছেন এই কর্মকর্তা।বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর, কুষ্টিয়ার কুমারখালীর রাতের ভোটের কারিগর ছিলেন জেনেভার প্রথম সচিব (বাণিজ্যিক) রাজীবুল ইসলাম খান, পটুয়াখালীর রাঙ্গাবালীর রাতের ভোটের কারিগর ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান, সিলেটের বিয়ানী বাজারের রাতের ভোটের কারিগর ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান, নীলফামারীর ডিমলার রাতের ভোটের কারিগর ছিলেন বোয়েসেলের উপমহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন শেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুরের শ্রীবরদী উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেজুতি ধর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রাতের ভোটের কারিগর ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ, রাতের ভোটের নওগার সাপাহার উপজেলার কারিগর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কল্যাণ চৌধুরী, লালমনির হাট সদর উপজেলার রাতের ভোটের কারিগর বর্তমানে রংপুর সিটি করপোরেশনের সচিব জয়শ্রী রাণী রায়।বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৩০তম বিসিএস ব্যাচের উপ-সচিব না হতে পারা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পদবঞ্চিত সিনিয়রদেরও সরকার পদোন্নতি দিয়েছে। তাদের পদের অনুকূলে অর্থছাড়ও হয়েছে। কিন্তু আমরা এখনো ৫ গ্রেড অর্থাৎ উপসচিব হতে পারলাম না।তারা জানান, ২০১২ সালে চাকরিতে যোগদান করে ১৩ বছর পার করেছেন। কিন্তু পদোন্নতি পাননি। যেখানে ২৯তম বিসিএস কর্তার ১২ বছর ৩ মাসে পদোন্নতি পান। ২৮তম বিসিএস ক্যাডাররা ১১ বছর ১১ মাসে ৫ম গ্রেড পেয়েছেন।তারা আরও বলছেন, একই ব্যাচের কাস্টম, ট্যাক্স, পররাষ্ট্রসহ কয়েকটি ক্যাডারের কর্মকর্তারা ১০ বছর পার হতেই পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। এর মধ্যে নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মর্তারা ১০ বছর পরই পদোন্নতি পেয়েছেন। জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডাররা ১০ বছর ৫ মাসে অর্জন করেছেন পদোন্নতি। পররাষ্ট্র ক্যাডার ১০ বছর ৬ মাসে পেয়েছেন। গণপূর্ত ক্যাডারদের লেগেছে ১০ বছর ১১ মাস। ৩১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডাররা ১১ বছরেই পেয়ে গেছেন উপসচিব পদ।ভোরের আকাশ/এসএইচ