× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-নয়াদিল্লির বরফ গলছে?

সিরাজুল ইসলাম

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ০৯:২০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে সৃষ্ট বরফ অবশেষে গলতে শুরু করেছে। কিছু ইস্যুতে বাদানুবাদ ও পাল্টা পদক্ষেপ নেওয়ার পর উভয়পক্ষ সুর নরম করেছে। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘উপযুক্ত পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত। 

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, সেটির বদলে এখন সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে রয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ‘শীতল’ নয় বলেও মন্তব্য করেন তিনি। এই দুই কূটনীতিকের বক্তব্যে সম্পর্ক উষ্ণ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এছাড়া ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার জন্য ৪ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবিলা করা যায়।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতেই ভারতে সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয়ের সমাধানের অপেক্ষায় রয়েছে ভারত। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বহুবার গঠনমূলক বৈঠকে আলোচনা করেছি, এমনকি সচিব পর্যায়েও। বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত, যদি তা পারস্পরিক উপকারে উপযোগী পরিবেশে হয়।

১৯ জুন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্যা সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আশপাশের অঞ্চলের ঘটনাপ্রবাহে আমরা সবসময় নজর রাখি। কারণ এগুলো আমাদের স্বার্থ ও নিরাপত্তা সম্পর্কিত। প্রতিটি দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা আলাদা আলাদা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতীয় সংসদীয় কমিটির বাংলাদেশবিষয়ক বিশেষ আলোচনার প্রাথমিক প্রস্তুতিপত্র অনুযায়ী, আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়গুলোতে মতামত চাওয়া হবে তা হলোÑ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উগ্রপন্থার উত্থান, বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-চীনের ‘কৌশলগত সখ্যতা’ নিয়ে ভারতের উদ্বেগ।

ভারতের পার্লামেন্টে আমন্ত্রিত যারা : ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার জন্য ৪ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন- সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাশনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু।

যা বলছেন তৌহিদ হোসেন : ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, সেটির বদলে এখন সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ‘শীতল’ নয় বলেও মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিফ্রিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না। আমি বলতেছি যে, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবে দেখি। রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের স্বদিচ্ছার কোনো অভাব নেই। এটুকু বলে আমি এখানে থামব।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সত্যটাকে বরং স্বীকার করি যে, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে রকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্কটা ঠিক ওই রকম নাই। কাজেই এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট বলছি।

রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা যোগাযোগ- কোন ধরনের সম্পর্ক পুনর্বিন্যাসের পর্যায়ে রয়েছে- এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্পর্কতো সবকিছু মিলিয়েই। মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সংঘাত নাই, কিছুই নাই একমাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া। রোহিঙ্গা ইস্যুর একমাত্র সমাধান হচ্ছে, তাদের দেশে ফিরে যাওয়া, নিরাপদে থাকবে, স্বাভাবিক জীবন কাটাবে, সেখানে কেউ বাধা দেবে না, অত্যাচার অবিচার করবে না। এটুকু বিশ্ব সম্প্রদায় মোটাদাগে স্বীকার করে। কিন্তু বাস্তবায়ন করতে পারছি না। এবং নানা চেষ্টা-তদবির চলছে। বাস্তবতাটি মেনে নিই যে, আমরা তাদের ফেরত নেওয়ার ব্যাপারে কিছু করতে পারিনি। আশা করি, আগামী দিনগুলোতে আমরা সেটা করতে পারব।

প্রসঙ্গত, শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছায়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ নানা সময় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ; কিন্তু ভারত তাকে ফেরত দেয়নি। দেশটির অনেক নেতা বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বাংলাদেশেও ভারতবিরোধী মনোভাব জোরালো হয়েছে। কয়েকটি দল ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার ভারতীয় চাদর এবং স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দেন। কলকাতা, ত্রিপুরা ও মহারাষ্ট্রে বাংলাদেশ উপ-হাইকমিশন আক্রান্ত হয়। বাংলাদেশেও ভারতের হাইকমিশন অভিমুখে বিক্ষোভ হয়।

ট্রান্সশিপমেন্ট বাতিল : গত ৮ এপ্রিল তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানির সুযোগ বাতিল হয় বাংলাদেশের।

ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২০২০ সালের ২৯ জুন দেওয়া ট্রান্সশিপমেন্ট-সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। আদেশ অনুযায়ী তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পেত বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করা হতো।

ভারতীয় অবকাঠামো ব্যবহার করে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে অন্যান্য পণ্য রপ্তানির প্রক্রিয়াও ব্যাহত হবে এই সিদ্ধান্তের ফলে। ট্রান্সশিপমেন্ট সুবিধা এতদিন পণ্য পরিবহনের সময় ও খরচ কমাতে সাহায্য করেছে। ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (এইপিসি) দীর্ঘদিন ধরেই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল।

যা বলছেন বিশেষজ্ঞরা : সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, বাংলাদেশ-ভারত দীর্ঘদিনের সম্পর্ক। সম্পর্ক অনেক সময়েই ওঠানামা করেছে এবং দুই পক্ষই সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করেছে। এই সম্পর্কের একাধিক বহুমুখী দিক রয়েছে। বাংলাদেশের কাছে ভারত বড় একটি উন্নয়ন অংশীদার। আবার ভারতের কাছে বাংলাদেশ বড় একটি বাজার। সব ছাপিয়ে দুই পক্ষের সম্পর্ক এখন সহযোগিতার মধ্য দিয়ে স্বাভাবিক পথের দিকে এগুচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষক এবং অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মূলত ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অতি মাত্রায় প্রতিক্রিয়া প্রকাশ করাতেই এমন পরিস্থিতির সৃষ্টি। সামনে বাংলাদেশের নির্বাচন। নির্বাচন শেষে রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসবে। ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশের রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। সে জন্যই অন্তর্বর্তী সরকারের সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক করতে চায়; যার মাধ্যমে রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার যে তথ্য দিল অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার যে তথ্য দিল অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার যে তথ্য দিল অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার যে তথ্য দিল অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার যে তথ্য দিল অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার যে তথ্য দিল অধিদপ্তর

পাঁচ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

পাঁচ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

কখন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

কখন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ: সেতু সচিব

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ: সেতু সচিব