নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ১০:৩০ এএম
১০ অঞ্চলে দমকা ঝড়ের আভাস
কয়েক দিনের তীব্র তাপদাহের মাঝে অনুভূত হচ্ছে শীতল পরশ। ঝড়ো বাতাসহ বৃষ্টি হচ্ছে। দেশের কোথাও কোথাও কালবৈশাখী হানা দিচ্ছে। আজ রোববারও ভোরে রাজধানীতে এক পশলা বৃষ্টিতে ভিজেছে নগরবাসী।
এদিকে আজ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (৪ মে) বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ/আজাসা