ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১১:২০ পিএম
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের ৫৭৮ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর
রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় গত ৫ আগস্ট দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) রাতে এই তালিকা প্রকাশ করে সংস্থাটি।
আইএসপিআর জানায়, ওই সময় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরা সেনানিবাসে আশ্রয় নেন। তাদের মধ্যে ৯২ শতাংশই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধেই এই নাম প্রকাশ। তবে যাদের নাম প্রকাশ করা হয়নি—তাদের পরিচয় আপাতত গোপন রাখা হচ্ছে আইনগত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে।
আইএসপিআরের প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি দলের সিনিয়র নেতা, সাবেক সংসদ সদস্য, সরকারি সচিব ও কিছু প্রবাসফেরত উদ্যোক্তার নামও রয়েছে বলে জানা গেছে।
তালিকাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনে আপডেট করা হবে বলেও জানানো হয়।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে আশ্রয় নেওয়ার বিষয়টিকে ‘নিরাপত্তা প্রহসন’ বললেও, সংশ্লিষ্টরা বলছেন এটি ছিল ‘প্রাণ বাঁচানোর তৎপরতা’।
ভোরের আকাশ/হ.র