× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীভৎসতার শেষ কোথায়

নিখিল মানখিন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ০৯:০৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রেখে পালিয়ে যায় মো. সুমন। চলতি মাসের গত কয়েকদিনেই এমন আরো অনেক বীভৎস ও লোমহর্ষক অপরাধমূলক ঘটনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে দেশবাসী।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ। তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। এমন সব ঘটনা প্রকাশ্যে ঘটলেও পরিস্থিতির শিকার ব্যক্তি বা পরিবারের সাহায্যে এগিয়ে আসছে না কেউ। ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাস্থলে দেখা মিলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিভিন্নভাবে অভিযান চালিয়েও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নানাভাবে রাগ-ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

অপরাধ বিশ্লেষকরা আরও বলছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক হামলা, অনাস্থা আর আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য পুলিশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ায় দুষ্কৃতকারীদের কেউ কেউ সুযোগ নিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে বলে মনে করছে পুলিশ।

অপরাধের খণ্ডচিত্র : খুব বেশি পেছনে যেতে হবে না। চলতি মাসের (জুলাই) ১২ দিনে সারাদেশে দৃশ্যমান হওয়া অপরাধমূলক ঘটনার খণ্ডিত চিত্র  দেখেই দেশের সার্বিক পরিস্থিতি অনুধাবন করতে কষ্ট হবে  না। গত ১১ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। লাশের ওপরও চলে তাদের আদিম পৈশাচিক নৃত্য। গত  ১১ জুলাই খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বেলা দেড়টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকার ওই নেতার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম মাহবুবুর রহমান মোল্লা (৩৮)।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে আসা তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তারা মাহবুবুর রহমানের ওপর এলোপাতাড়ি গুলি করেন। আমরা ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা পেয়েছি। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রগও কেটে দেওয়া হয়েছে।’

গত ১১ জুলাই নড়াইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত জিল্লুর কালিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। 

গত ৯ জুলাই চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রেখে পালিয়ে যায় মো. সুমন (৩৫)। এ ঘটনার পর ভুক্তভোগীর ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। তদন্তে নেমে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সুমনকে গ্রেফতার করে।

গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে মা ও দুই শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। নারী ও শিশু নির্যাতন মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় নারী নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রধান অভিযুক্ত শাহ পরানসহ ছয় জনকে গ্রেফতার করা র‌্যাব।

বেড়েছে অপরাধ প্রবণতা : দেশে জুন মাসে অন্তত ৬৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মে মাসে এই সংখ্যা ছিল ৫৯। একই সময়ে বেড়েছে গণপিটুনির ঘটনা ও হতাহতের সংখ্যা। জুনে ৪১টি গণপিটুনির ঘটনায় ১০ জন নিহত ও ৪৭ জন গুরুতর আহত হয়েছেন। আগের মাসে ৩৪টি ঘটনায় সাতজন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন। চলতি মাসে প্রকাশিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জুন মাসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ৩৬৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের তুলনায় ১০৫টি কম। তবে জুনে ধর্ষণের ঘটনা বেড়েছে। ধর্ষণের শিকার ৬৩ জনের মধ্যে ১৯ শিশু ও ২৩ কিশোরী রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ২ শিশু, ৭ কিশোরী ও ৮ নারী। ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ১ কিশোরী ও ৩ নারী। ধর্ষণের চেষ্টা ছিল ২৭টি, যৌন হয়রানি ৩৯টি, শারীরিক নির্যাতনের ৫১টি ঘটনা ঘটেছে। জুনে ২১ কিশোরী, ২৬ নারীসহ মোট ৩৫ জন আত্মহত্যা করেছেন। অপহরণের শিকার হয়েছে ১ শিশু, ২ কিশোরী ও ১ নারী। এ ছাড়া ৩ শিশু, ৩ কিশোরী ও ৩ নারী নিখোঁজ রয়েছেন। জুনে ৩ শিশু, ৪ কিশোরী ও ৭ নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৯২ শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হন। এর মধ্যে ৫৫ জন শিশু-কিশোরী রয়েছে।

এমএসএফের পরিসংখ্যান অনুযায়ী, জুনে গণপিটুনির ঘটনা বেড়েছে। গণপিটুনির শিকার ৩০ জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। জুনে ৪৯টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে। অল্পসংখ্যক ঘটনা ছাড়া সব লাশের পরিচয় অজ্ঞাতই থেকে যাচ্ছে। মে মাসে এর সংখ্যা ছিল ৫৫। 

গত ১০ মাসে দেশের আট বিভাগে ১৭২ জনকে এভাবে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির তথ্য বলছে, কোথাও চোর-ছিনতাইকারী-চাঁদাবাজ এবং কোথাও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ও দোসর অপবাদ দিয়ে মব সৃষ্টি করে এসব মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকের বিরুদ্ধে মামলাও ছিল না।

আসকের পরিসংখ্যানে দেখা গেছে, গত আগস্ট থেকে ৩১ মে পর্যন্ত ১৭২ জনকে আট বিভাগে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তাদের মধ্যে ঢাকায় ৮০ জন, চট্টগ্রামে ২৮ জন, বরিশাল ও রাজশাহীতে ১৬ জন করে, খুলনায় ১৪ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহে ৬ জন এবং সিলেটে ৫ জনকে হত্যা করা হয়। মবের সৃষ্টি করে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে। ওই মাসে ২৮ জনকে হত্যা করা হয়।

এদিকে, পুলিশ সদর দফতরের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসে এক হাজার ২৪৬টি হত্যাকাণ্ড ঘটেছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ২৯৪টি, ফেব্রুয়ারিতে ৩০০টি, মার্চে ৩১৬টি ও এপ্রিলে ৩৩৬টি হত্যাকাণ্ড ঘটেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত রাজধানীতে ১৩৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৫৭টি ঘটেছে রাজনৈতিক কারণে। বাকি ৭৯টি ঘটেছে অরাজনৈতিক কারণে অর্থাৎ পারিবারিক কলহ, ব্যক্তিগত দ্বন্দ্ব, অর্থনৈতিক লেনদেন ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। তবে রাজধানীতে পারিবারিক কলহে মোট হত্যাকাণ্ডের ৪০ শতাংশের বেশি ঘটনা ঘটছে বলে জানিয়েছে একটি সূত্র।

সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া হচ্ছে : দেশের কোথাও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে সরকার ‘সঙ্গে সঙ্গে অ্যাকশন’ নিচ্ছে দাবি করে, পরিস্থিতি সামলাতে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মিটফোর্ড হাসাপাতালের সামনে ব্যবসায়ী হত্যা, বিমানে বোমা থাকার উড়ো খবরসহ চাঁদপুরে মসজিদের ভেতরে কুপিয়ে জখম ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর ‘তৎপরতার’ উদাহরণ তুলে ধরে এ কথা বলেছেন তিনি। গতকাল শনিবার ঢাকার গেন্ডারিয়ায় মিলব্যারাক পুলিশ লাইনসের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকার যে হত্যাকাণ্ড এইটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এইটার জন্য আমরা অলরেডি পাঁচজনরে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র‌্যাব দুইজন ধরছে, ডিএমপি দুইজন ধরছে, আজকে একজন ধরছে। আমাদের ডিবির টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য।’

অপরাধ বিশ্লেষকরা যা বলেন : সমাজ ও অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সামাজিক, পারিবারিকসহ সব ধরনের অপরাধ বাড়ার পেছনে অন্যতম কারণ মানুষের নৈতিক অধঃপতন ও লোভ। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ না থাকা এবং রাজনৈতিক হস্তক্ষেপ। একই সঙ্গে অন্যান্য আর্থ-সামাজিক ও মনোগত বিষয়ের পাশাপাশি তথ্য-প্রযুক্তির অপব্যবহারও দায়ী। আবার অনেক ক্ষেত্রে বিদেশি সংস্কৃতির প্রভাবও রয়েছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, পারিবারিক ও সামাজিক নৃশংসতা প্রতিরোধের জন্য বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। এ ছাড়া পারস্পরিক বন্ধন গড়ে তোলা ও সহমর্মিতা ও অন্যের প্রাপ্যতার বিষয়ে সংবেদনশীল হতে হবে। পরিবার ও সমাজে মতের অমিল ও বিভেদ চিরদিনই থাকবে, এটিকে সহিংসতায় রূপ না দিয়ে যৌক্তিক সমাধান খুঁজতে হবে। সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় করে, মানুষকে সৃজনশীল, মনুষ্যত্ববোধ সম্পন্ন করে গড়ে তোলা, সুকুমারবৃত্তি জাগ্রত করা, বইপড়া, খেলাধুলাসহ সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়াসহ সুষম প্রতিযোগিতার মাধ্যমে মানবিক গুণাবলিসম্পন্ন করে গড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। রাষ্ট্র ও সমাজ এ কাজগুলোতে জোর দিলে নিজ থেকেই নৃশংস ঘটনাগুলো কমে আসবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন নিজের হাতে না তোলার আহ্বান অন্তর্বর্তী সরকারের

আইন নিজের হাতে না তোলার আহ্বান অন্তর্বর্তী সরকারের

 মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা

মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা

 ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

 সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

 ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি ৬০ লেবার এমপির

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি ৬০ লেবার এমপির

 ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচন

 গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে হবে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে হবে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

 বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

 এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে নতুন নীতিমালা হবে: জ্বালানি উপদেষ্টা

এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে নতুন নীতিমালা হবে: জ্বালানি উপদেষ্টা

 আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

 গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান

 প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

 কাপাসিয়ায় খেয়াঘাট ইজারাদারের অনিয়মের অভিযোগে মানববন্ধন

কাপাসিয়ায় খেয়াঘাট ইজারাদারের অনিয়মের অভিযোগে মানববন্ধন

 জুলাই শহীদ দিবস: বেরোবিতে বহিরাগত প্রবেশে ৬২ ঘণ্টার নিষেধাজ্ঞা

জুলাই শহীদ দিবস: বেরোবিতে বহিরাগত প্রবেশে ৬২ ঘণ্টার নিষেধাজ্ঞা

 বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

 রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ‍শুভ গ্রেফতার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ‍শুভ গ্রেফতার

 কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

 রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

 সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বালিয়াকান্দিতে যুবদলের বিক্ষোভ

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বালিয়াকান্দিতে যুবদলের বিক্ষোভ

 খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: ডিএমপি

খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: ডিএমপি

সংশ্লিষ্ট

মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা

মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে হবে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে হবে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ