× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর সমুদ্র ও পশুপালন খাতে আধুনিকায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১১:৪০ পিএম

গভীর সমুদ্র ও পশুপালন খাতে আধুনিকায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

গভীর সমুদ্র ও পশুপালন খাতে আধুনিকায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

গভীর সমুদ্রে মাছ ধরার নতুন সম্ভাবনা কাজে লাগানো এবং পশুপালন খাতকে আধুনিক ও আত্মনির্ভরশীল করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি অনন্য মন্ত্রণালয়, কারণ এটি আমাদের সমুদ্র ও খামার উভয় খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু আমরা এখনো গভীর সমুদ্রের সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আমাদের জানতে হবে—আমাদের কী আছে, কী হারাচ্ছি এবং কেন পিছিয়ে আছি।”

তিনি বলেন, বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরার সম্ভাব্য অঞ্চল চিহ্নিত করতে আধুনিক জরিপ চালানো জরুরি। প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে প্রযুক্তিগত সহায়তা গ্রহণের পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। “জাপান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে,” উল্লেখ করে তিনি বলেন, “আমরা যৌথ উদ্যোগের বিষয়টি বিবেচনা করছি। তবে আগে নির্ভরযোগ্য তথ্য ও জরিপ জরুরি। এটি কেবল বেশি মাছ ধরার বিষয় নয়, বরং একটি নতুন শিল্প গড়ে তোলার সুযোগ।”

পশুপালন খাতে খাদ্য সংকট, রোগব্যাধি এবং ভ্যাকসিনের উচ্চমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “পশুখাদ্য ও ভ্যাকসিন উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। খরচ কমাতে ও আত্মনির্ভরশীলতা গড়তে নিজেদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।”

বিশ্ববাজারে হালাল মাংসের চাহিদা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের এই বাজারে প্রবেশের যথেষ্ট সুযোগ রয়েছে। মালয়েশিয়া এ খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমাদের অবশ্যই বিষয়টি অন্বেষণ করতে হবে।”

কোরবানির ঈদ সামনে রেখে চামড়া খাতে সিন্ডিকেট সক্রিয় হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “একই ধরনের সমস্যা যেন পুনরায় না ঘটে, সে জন্য এখনই আগাম পদক্ষেপ নেওয়া জরুরি।”

জাতীয় চিড়িয়াখানার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, “চিড়িয়াখানায় পশুদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি খাবার চুরির অভিযোগও শুনেছি। এটি অমানবিক ও হৃদয়বিদারক। চিড়িয়াখানার পূর্ণাঙ্গ সংস্কার দরকার।”

তিনি দেশের পশু চিকিৎসা কেন্দ্রগুলোকেও আধুনিকায়নের তাগিদ দিয়ে বলেন, “বহু পশু চিকিৎসা কেন্দ্রই অকার্যকর ও পুরোনো ধাঁচের। কৃষক ও পোষা প্রাণীর মালিকদের জন্য সেগুলোকে প্রকৃত সহায়তা কেন্দ্রে পরিণত করতে হবে।”

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: রিজওয়ানা

সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: রিজওয়ানা

 শিবচরে ভূমি জটিলতায় থেমে আছে ১১ কোটি টাকার সেতু, জনদুর্ভোগ চরমে

শিবচরে ভূমি জটিলতায় থেমে আছে ১১ কোটি টাকার সেতু, জনদুর্ভোগ চরমে

 জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

 টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

 বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

সংশ্লিষ্ট

সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: রিজওয়ানা

সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: রিজওয়ানা

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে মন্ত্রণালয় সহযোগিতা করবে: তথ্য উপদেষ্টা

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে মন্ত্রণালয় সহযোগিতা করবে: তথ্য উপদেষ্টা

যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ উপদেষ্টা শারমীনের

যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ উপদেষ্টা শারমীনের