নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ১০:৩৭ এএম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
ঈদুল আজহা উদযাপনে ট্রেনে করে যারা গ্রামের বাড়িতে যাবেন, আগামী ২১ মে থেকে তারা আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন। সেদিন মিলবে ৩১ মে’র টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।
সোমবার (৫ মে) রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহম্মদ ইমরান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট। এ ছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার্থে এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।
বাংলাদেশ রেলওয়ে আরও জানায়, ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। এ ছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
উল্লেখ্য, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের টিকিট বিক্রয় করা হবে।
ভোরের আকাশ/এসএইচ