নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০১:১৬ এএম
চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিশাল প্রতিনিধি দল ঢাকায় আসছে ৩১ মে
আগামী ৩১ মে বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তিনি ১৫০ সদস্যের বিশাল ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যারা ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। এই সফরকে ঘিরে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালীন প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি উচ্চপর্যায়ের সেমিনারে অংশ নেবে। পাশাপাশি যৌথ অর্থনৈতিক কমিটি (জেইসি) বৈঠকে অংশগ্রহণ ও দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
সফরকালে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সফরকে “দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বড় সুযোগ” আখ্যা দিয়ে জানান, সফরের অংশ হিসেবে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে শত শত চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশ নেবেন এবং সম্ভাব্য যৌথ উদ্যোগ ও বিনিয়োগ প্রকল্প নিয়ে আলোচনা করবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সফরকালে নতুন চীনা অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগের ঘোষণা আসতে পারে, যা দেশের শিল্পখাত ও রপ্তানিমুখী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/হ.র