সংগৃহীত ছবি
২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে এ বছর আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত সুধীজনকে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, একুশে পদক দেওয়া সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের মতো ২০২৬ সালে সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত সব তথ্য ও নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moca.gov.bd) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আলাদা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে।এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে।এমতাবস্থায়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ট্রাইব্যুনাল আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।ভোরের আকাশ/জাআ
দেশজুড়ে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে আছমা আরা খান জাহানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই), বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। এ ছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে বদলি করে পুলিশ সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।সহকারী পুলিশ সুপারদের মধ্যে বদলি হওয়া কর্মকর্তারা হলেন:সাইফুল ইসলাম খান (পুলিশ সদর দপ্তর) – ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলআরিফ হোসেন (সিএমপি) – যশোর জেলার নাভারন সার্কেলসাজিদ হোসেন (এটিইউ) – নৌ পুলিশেসৈয়দ ফয়েজ আহমেদ (পুলিশ সদর দপ্তর) – টিডিএস শাখায়আজম খান (কেএমপি) – ফরিদপুর জেলার মধুখালী সার্কেলমো. আসাদুজ্জামান (ডিএমপি) – আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)মো. ফারমান আলী (এপিবিএন) – নোয়াখালী পিটিসিতেপুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভোরের আকাশ//হ.র
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা মঙ্গলবার (২৯ জুলাই) শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তিন দিনের এ আলোচনায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাত ১০টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বাণিজ্য সম্পর্ক উন্নয়নসহ দ্বিপক্ষীয় বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আগের আলোচনাগুলোর ভিত্তিতে এবার তৃতীয় দফার বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করছে বাংলাদেশ।উল্লেখ্য, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশ নিয়মিত এই আলোচনায় অংশ নিচ্ছে।ভোরের আকাশ//হ.র
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি এ তথ্য দেন। পাঁচ পৃষ্ঠার ওই জবানবন্দির অনুলিপি সম্প্রতি ঢাকা পোস্টের হাতে এসেছে।জবানবন্দিতে চৌধুরী মামুন উল্লেখ করেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম, খুন এবং জুলাই আন্দোলন দমনের নানা দিক নিয়ে আলোচনার জন্য প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় উচ্চপর্যায়ের বৈঠক হতো। এসব বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, র্যাব মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিতেন।চৌধুরী মামুন তার জবানবন্দিতে জানান, আন্দোলনকারীদের দমন করতে প্রথমে ছয়জন সমন্বয়ককে আটক করা হয় এবং ডিবি কার্যালয়ে এনে মানসিক চাপে রাখার পাশাপাশি আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হারুনকে “জিন” নামে ডাকতেন—কারণ, রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে হারুন ছিলেন সবচেয়ে কার্যকর ব্যক্তি।আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়ে মামুন বলেন, “আন্দোলনকারীদের ভয়ভীতিতে রাখার জন্য নজরদারি এবং গুলি চালানোর গোপন পরিকল্পনা হয়। এই পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টার মোতায়েন করা হয় র্যাবের তৎকালীন ডিজি হারুন অর রশিদের পরামর্শে।”তিনি আরও বলেন, আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইড ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে পরিচালিত। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তাকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা বলে লেথাল উইপন (মারণাস্ত্র) ব্যবহারের কথা জানান। সেই সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির প্রধান হারুন অর রশীদ এ ধরনের অস্ত্র ব্যবহারে অতিউৎসাহী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।জবানবন্দিতে আরও দাবি করা হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকে মারণাস্ত্র ব্যবহারে উৎসাহ ও নির্দেশনা দিয়েছিলেন।সরকার পতনের দিন নিজের অবস্থান নিয়ে মামুন বলেন, “৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টার পুলিশ সদর দপ্তরে আসে। আমি ওই হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দর হয়ে সেনানিবাসে আশ্রয় নিই।”জবানবন্দির শেষাংশে তিনি আন্দোলনে গুলি চালিয়ে হতাহত হওয়ার ঘটনায় অনুতপ্ত বলে মন্তব্য করেন এবং সেই সময়ের পুলিশপ্রধান হিসেবে ক্ষমা প্রার্থনা করেন। তবে জবানবন্দির পুরো অংশে নিজের সরাসরি ভূমিকার বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।আদালতে সম্পূর্ণ সত্য প্রকাশের অঙ্গীকারে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যেই গ্রহণ করেছে।ভোরের আকাশ//হ.র