নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১০:৪৫ পিএম
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠে অংশ নিতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া নিল সরকার
জাতীয় সংসদের সামনে আগামী ৫ আগস্ট আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (মোট ১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে অংশগ্রহণকারীরা মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে রাজধানীতে পৌঁছাবেন এবং অনুষ্ঠান শেষে রাতেই নিজ নিজ এলাকায় ফিরে যাবেন।
পুরো এই বিশেষ ট্রেন ব্যবস্থাপনার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশ রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের ভিত্তিতে রোববার রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেনের রুট, সময়সূচি ও আসনসংখ্যা চূড়ান্ত করে রেলওয়ে।
সূচি অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে বা ৫ আগস্ট ভোরে। অন্যদিকে, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আগত ১৪ কোচবিশিষ্ট ট্রেনের জন্য— সাড়ে ১০ লাখ টাকা। চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের ভাড়া ধরা হয়েছে ৭ লাখ টাকার কিছু বেশি। অন্য জেলাগুলোর ক্ষেত্রেও ট্রেনের আসনসংখ্যা ও ভাড়া অনুযায়ী আলাদা হিসাব করা হয়েছে।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দলও বড় কর্মসূচিতে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া করেছিল। আজ (রোববার) ছাত্রদলের শাহবাগ সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে ২০ কোচের একটি ট্রেন ভাড়া নেওয়া হয়। এর আগে জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষ্যে চারটি রুটে বিশেষ ট্রেন চালানো হয়েছিল, যার মোট ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা।
রেলওয়ের কর্মকর্তারা জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কোনো সংস্থা বা রাজনৈতিক দল চাইলে ট্রেন ভাড়া নিতে পারে। এসব ট্রেনের ক্ষেত্রে সাধারণ ভাড়ার তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি নেওয়া হয়ে থাকে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, "আমরা নিয়ম অনুযায়ী ট্রেন ভাড়া দিয়েছি। সরকার এ ব্যয়ের অর্থ পরিশোধ করছে, এটিই গুরুত্বপূর্ণ বিষয়।"
ভোরের আকাশ//হ.র